পেট্রোলের দাম শুনেই পাম্পে লুটিয়ে পড়ল ক্রেতারা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমানে সময়ে জ্বলানি তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে রয়েছে। প্রতিনিয়তই যেন সোনার দামের ন্যায় লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে পেট্রোল (petrol price) ডিজেলের দাম। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী দল থেকে শুরু করে সাধারণ মানুষেরাও। তবে এই বিষয়ে বর্তমান সময়ে স্যোশাল মিডিয়ায় এক ভাইরাল ভিডিও (viral video) ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে, যেখানে কিছুটা অভিনব ভঙ্গিতে মোদী সরকারের বিরধীতায় সরব হলেন সাধারণ মানুষেরা।

bvbv bv

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই বাইক আরোহী পেট্রোল পাম্পে এসেছেন বাইকে তেল ভরতে। পেট্রোলের দাম ১০০ টাকা প্রতি লিটার শুনে সেখানেই মোদীজির এক হোর্ডিংর সামনে জ্ঞান হারান এক ব্যাক্তি। যে হোর্ডিং-এ মোদীজির শুয়ে থাকা ছবি রয়েছে এবং সেই ছবির নীচে লেখা রয়েছে, ‘পেট্রোল হুয়া ১০০, মোদীজি শো রায়ে হে, হাম ভি শোয়েঙ্গে’।

মোদীজির এই ছবির সামনে গিয়ে প্রথম ব্যক্তি লুটিয়ে পড়ার পর, একে একে অনেকেই পেট্রোলের দাম শুনে সেখানেই শুয়ে পড়লেন। তাঁদের দাবি, মোদীজি শুয়ে আছেন, আমরাও শুয়ে থাকব। এমনকি ভিডিওতে দেখানো হয়, মাটিতে লুটিয়ে পড়া ব্যক্তিদের অক্সিজেনও দেওয়া হচ্ছে সেখানেই।

একে তো করোনা আবহে বেশির ভাগ মানুষই কাজ হারিয়েছেন। তারউপর প্রতিদিনই বেড়ে চলা মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষ। করোনা আবহে লাগাতার মূল্যবৃদ্ধি যেন এক নতুন রোগে পরিণত হয়েছে, যে রোগের ত্যাড়নায় জর্জরিত গোটা দেশবাসী। স্যোশাল মিডিয়ায় শেয়ার হওয়ায় এই প্রতিবাদী ভিডিও বর্তমান সময়ে ব্যাপক প্রভাব ফেলেছে সাধারণ মানুষের মধ্যে।

Smita Hari

সম্পর্কিত খবর