বাংলা হান্ট ডেস্কঃ জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) দুই ছাত্র সংগঠনের মধ্যে ব্যাপক মারধরের খবর পাওয়া যাচ্ছে। পাওয়া তথ্য অনুযায়ী, ছাত্র সঙ্ঘের কয়েকজন পেরিয়ার হোস্টেলের বাইরে ছাত্রদের উপর পাথর ছুঁড়ে হামলা করছিল এরপর সেখানে সঙ্ঘের ছাত্র সংগঠনের (ABVP) ছাত্ররা এসে হাজির হয়।
#WATCH Delhi: Jawaharlal Nehru University Students' Union president & students attacked by people wearing masks on campus. 'What is this? Who are you? Step back, Who are you trying to threaten?… ABVP go back,' can be heard in video. (note: abusive language) pic.twitter.com/gYqBOmA37c
— ANI (@ANI) January 5, 2020
ABVP এর ছাত্ররা এসে হাজির হতেই দুই পক্ষের মধ্যে ব্যাপক গণ্ডগোল বাধে। জওহর লাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সঙ্ঘের সভাপতি ঐশী ঘোষ জানান, ‘কয়েকজন মাস্ক পড়া গুন্ডারা মিলে আমার উপর হামলা করে। আমাকে অমানুষের মতো মারে তাঁরা। আমার মাথা দিয়ে রক্ত বেরাচ্ছে।”
বাম ছাত্র সংগঠন অভিযোগ করে যে, ABVP এর মুখোশ পড়া ছাত্ররা তাঁদের উপর হামলা করেছে। যদিও এখনো পর্যন্ত হামলাকারীর পরিচয় জানা যায়নি। এই ঘটনার পর JNU এর গেটের বাইরে আর ভিতরে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।