বাংলা হান্ট ডেস্ক: রাজ্যজুড়ে আরও বাড়বে বর্ষণ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর-পূর্বে থাকা ঘূর্ণাবর্তটি ক্রমেই উত্তর পশ্চিম দিকে সরছে ৷ যার দরুন সিস্টেমটি উপকূলের আরও কাছাকাছি চলে এসেছে। যার জেরে এই সপ্তাহে একটি নিম্নচাপ (Low-pressure area)। ঘূর্ণাবর্তের কারণেই কলকাতা (Kolkata) এবং দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। পশ্চিমবঙ্গের পাশাপাশি তুমুল বৃষ্টি হবে পড়শি রাজ্য ওড়িশাতে।
আজ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে অধিক বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকেই আকাশের মুখভার। দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জায়গায় বৃষ্টি চলছে। দুদিন ধরে তাপমাত্রাও অনেকটাই কম। যদিও আদ্রতাজনিত অস্বস্তি রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে আজ ভারী বৃষ্টির (Heavy Rain Alert) সতর্কতা দক্ষিণের তিন জেলায়। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টি হবে।
আরও পড়ুন: রাজ্যে ফের কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ! বড় নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের
ওদিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন: ‘অ্যাং ব্যাং চ্যাং বাজে বকবেন না’, নিয়োগ দুর্নীতি মামলায় CBI এর ওপর চটে লাল বিচারপতি
আজও দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা তবে বুধবার থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে পারে। উত্তরের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বহাল রয়েছে অস্বস্তিকর গরম।