বাংলা হান্ট ডেস্ক: সকাল থেকেই তেজ দেখাচ্ছে সূর্য। গত কিছুদিন থেকে যেভাবে বৃষ্টি হচ্ছিল আজ একেবারেই সেই চিত্র নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর সপ্তাহের শুরুর দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তবে আগামীকাল ফের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে জানা গিয়েছে।
ঘূর্ণাবর্ত উত্তরপশ্চিম এবং তৎসংলগ্ন মধ্যপশ্চিম বঙ্গোপসাগরে তৈরী হবে। যা ওড়িশা হয়ে মধ্যপ্রদেশ দিয়ে উত্তরপ্রদেশের দিকে যেতে পারে। এর জেরেই আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। আজ বিকেলের পর বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় জেলায়।
হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল থেকে কিছুটা বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। এবং বুধবার থেকে ফের খেল দেখাবে আবহাওয়া। মঙ্গলবার থেকে গোটা দক্ষিণবঙ্গে জারি থাকবে হলুদ সতর্কতা।
আরও পড়ুন: হল না কোনও সুরাহা! কেষ্টর হাতে মাত্র ৮ দিন সময়, তারপরই বাংলা ছাড়িয়ে সব যাচ্ছে দিল্লি
ওদিকে আজ উত্তরবঙ্গের চারটি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায় হালকা বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুন: রাজ্য মন্ত্রিসভায় ‘বড়সড়’ রদবদল মমতার! কার দায়িত্ব গেল, আর কে বেশি পেল?
আজ দক্ষিণে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বজায় রয়েছে আদ্রতাজনিত অস্বস্তি। মঙ্গলবার পর্যন্ত এমনই থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ১২ সেপ্টেম্বর মঙ্গলবার নাগাদ উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা। তার সম্ভাব্য অভিমুথ হতে পারে ওড়িশার দিকে। যার জেরে পশ্চিমবঙ্গেও তার প্রভাব পড়বে।