পশ্চিমবঙ্গের ১০ জেলায় প্রবল শিলাবৃষ্টি! কমলা সতর্কতা জারি IMD-র

বাংলা হান্ট ডেস্ক : জামাইষষ্ঠীর দিনে ঘন্টায় ঘন্টায় বদল হবে আবহাওয়ার (West Bengal Weather)। বিগত কয়েকদিন ধরে চলেছে তীব্র তাপপ্রবাহ। এবার জামাইষষ্ঠীর দিনে গোটা দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়েই বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) খবর। তবে এর সঙ্গে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সম্ভবনাও রয়েছে।

আজ কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে দিনের বেলাতে আকাশ আংশিক মেঘলা ছিল। মাঝে মাঝে সূর্য উঁকি দিলেও রোদের তেজ ততটাও বেশি ছিল না। তবে অস্বস্তিকর গরম ছিল। আজ বিকেলের পর তুমুল ঝড়বৃষ্টি হতে পারে শহরে। এর জেরে শহরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি এবং ২৫ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে।

উত্তরবঙ্গের সব জেলাতেই আজ ঝড়বৃষ্টি হবে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় বইতে পারে। উত্তরবঙ্গের আট জেলা – দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এর মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির কিছু কিছু জায়গায় হতে ভারী বৃষ্টি। আগামী কয়েকদিন এই বৃষ্টি জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Untitled design 15 7

অপরদিকে, মৌসুমি ভবন সূত্রে খবর, জামাইষষ্ঠীর দিন বিকেলে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই মাঝারি বৃষ্টি হতে পারে। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে। আজও ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি হতে পারে। এই পরিস্থিতিতে এই সবকটি জেলাতেই জারি করা হয়েছে কমলা সতর্কতা।

দেশজুড়ে আর তাপপ্রবাহের আপাতত সৃষ্টি হবে না। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমবে।  আবহাওয়া দফতর উত্তর ভারতের বিভিন্ন জায়গায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে এবং আগামী ২-৩ দিন পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

আইএমডি সূত্রে আরও খবর, ‘গোটা ভারতে তাপপ্রবাহের অবসান হয়েছে। তাপমাত্রা কমবে এবং আকাশ মূলত মেঘলাই থাকবে। রাজস্থান, পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং চণ্ডীগড়ে শিলাবৃষ্টি, ঝড় এবং বৃষ্টির জন্য আমরা অরেঞ্জ অ্যালার্ট জারি করেছি। আগামী ২-৩ দিন পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।‘


Sudipto

সম্পর্কিত খবর