বাংলা হান্ট ডেস্ক: টানা বৃষ্টিতে জেরবার উত্তরবঙ্গবাসী (North Bengal)। ভারী বর্ষণের কারণে উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বহু এলাকা জলমগ্ন তবে এরই মধ্যে আবহাওয়া দফতর (Alipore weather department) জানিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমবে।
স্বস্তি জাগিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি পাঁচ জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলা গুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস নেই। তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে কেবল আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে।
দক্ষিণবঙ্গের (South Bengal) মানুষদের জন্যও স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দফতর। গতকালও দক্ষিণের বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়। আজও বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার জেরে বৃষ্টি বাড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।
কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ ১৮ জুলাই আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। যার জেরে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত জেলাগুলিতে। অন্যদিকে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে আগামী ২- ৩ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা,হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও বহাল থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।