বাংলা হান্ট ডেস্ক : সম্প্রতি নতুন গাড়ি লঞ্চের প্রতিযোগিতায় নেমেছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই (HMSI)। কিছুদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে তাদের নতুন ১৬০ সিসির মোটরসাইকেল SP160। এমনিতে এটি একটি কমিউটার মডেল তবে তাতে বেশ একটা স্পোর্টি লুক দেওয়ার চেষ্টা করেছে সংস্থাটি। ড্রাম ও ডিস্ক—এই দুটি ভ্যারিয়েন্টে আনা হয়েছে গাড়িটি। যার দাম যথাক্রমে ১,১৭,৫০০ টাকা ও ১,২১,৯০০ টাকা (এক্স-শোরুম)। তবে জানেন কি, এই দামে আরও বেশকিছু দারুণ মোটরসাইকেল রয়েছে। এমনই ৫ টি মোটরবাইকের সন্ধান রইল আজকের প্রতিবেদনে।
Bajaj Pulsar N160 (দাম– ১,২২,৮৫৪ টাকা) : এই বাইকটির ডিজাইন থেকে শুরু করে ইঞ্জিনের পারফরম্যান্স সবকিছুই দূর্দান্ত। পুজোয় সঙ্গিনীকে নিয়ে ঘোরার জন্য একেবারে আদর্শ বাইক হতে পারে এটি। এতে রয়েছে ১৬৪.৮২ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার/অয়েল কুল্ড ইঞ্জিন থেকে সর্বোচ্চ ১৫.৭ বিএইচপি শক্তি এবং ১৪.৬৫ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। এছাড়াও গাড়িতে রয়েছে, একটি প্রোজেক্টর স্টাইল হেডলাইট, এলইডি টেললাইট, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এবং একটি ইউএসবি চার্জিং পোর্ট।
Yamaha FZ-S Fi (দাম – ১,২১,৪০০ টাকা) : পারফরম্যান্স থেকে শুরু করে লুক—সবেতেই বাজার কাঁপাবে এই বাইক। গাড়ির স্পিড-ও রয়েছে সেই রকম। এই গাড়িটিতে রয়েছে একটি ১৫৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ৭২৫০ আরপিএম গতিতে ১২.২ বিএইচপি শক্তি এবং ৫৫০০ আরপিএম গতিতে ১৩.৩ এনএম টর্ক জেনারেট করে। এর আউটপুট SP160-এর তুলনায় কম।
আরও পড়ুন : Jio-র পুজো অফার, ফ্রিতে ৪০ জিবি ডেটা দিচ্ছে মুকেশ আম্বানির সংস্থা! এভাবে নিন সুবিধা
Keeway SR125 (দাম – ১,২০,০০০ টাকা) : SP160-এর সমমূল্যের একটি বাইক হল Keeway SR125। গাড়িটিতে রয়েছে একটি ১২৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার এবং EFI ইঞ্জিন। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ৯.৫ বিএইচপি শক্তি এবং ৮.২ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। মাত্র ১২০ কেজি ওজনের বাইকটিতে রয়েছে এলইডি লাইটিং এবং কালার ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। Benelli ও Keeway-এর ডিলারশিপ থেকে কেনা যাবে এই বাইকটি।
আরও পড়ুন : করতেন কবর খোঁড়ার কাজ! লটারি কেটেই লক্ষ্মীলাভ, ৬৩ বছরের বৃদ্ধ যা পেলেন, শুনে অবাক হবেন
TVS Apache RTR 160 2V (দাম – ১,১৯,৩২০ টাকা) : গাড়িটিতে রয়েছে ১৫৯.৭ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন সহ ৫-স্পিড গিয়ারবক্স। ৮,৭৫০ আরপিএম গতিতে ১৫.৮ বিএইচপি শক্তি এবং ৭,০০০ আরপিএম গতিতে ১৩.৮৫ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। পাশাপাশি পেয়ে যাবেন ব্লুটুথ কানেক্টিভিটি, ডুয়েল চ্যানেল এবিএস এবং একাধিক রাইডিং মোড।
Bajaj Avenger Street 160 (দাম – ১,১৬,৮৩২ টাকা) : এই গাড়িটি হচ্ছে ভারতের বাজারে উপলব্ধ SP160-এর সমমূল্যের অপর একটি জনপ্রিয় ক্রুজার মোটরসাইকেল। স্পিড তোলার জন্য এতে ব্যবহার করা হয়েছে একটি ১৬০.৪ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফুয়েল ইনজেক্টেড মোটর।