ম্যালেফিসেন্টে অ্যাঞ্জেলিনা জোলির চরিত্রে গলা দিলেন

বাংলা হান্ট ডেস্ক: ডিসনির জনপ্রিয় ছবি ‘স্লিপিং বিউটি’ এর লাইফ অ্যাকশন মুভি ম্যালেফিসেন্ট। তারই সেকুয়েল ‘ম্যালেফিসেন্ট: মিসট্রেস অফ ইভেল’ ছবিতে অ্যাঞ্জেলিনা জোলির চরিত্রে গলা দিয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন।  ছবির হিন্দি ডাবিংয়ে শোনা গিয়েছে ‘রাই’-এর গলা। এর আগে হলিউডের কোনো ছবিতে ঐশ্বর্য গলা দেন নি। আপাতত তাই অ্যাঞ্জেলিনা জোলির গলায় ঐশ্বর্য গলা দেওয়া নিয়েই সরগরম বি-টাউন। 

 

‘ম্যালেফিসেন্ট: মিসট্রেস অফ ইভেল’ ছবিতে অ্যাঞ্জেলিনা জোলির চরিত্রটি একজন খলনায়িকার। যাঁকে কিনা প্রতিশোধের খেলায় লিপ্ত হতে দেখা যাবে। ছবিতে জোলির লুকে মুগ্ধ সিনেমাপ্রেমীরা। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ম্যালেফিসেন্ট-২’ এর ট্রেলার। যেখানে ইতিমধ্যেই নজর কেড়েছেন অ্যাঞ্জেলিনা। তবে ছবিতে তাঁর সেই খলনায়িকার চরিত্রে ঐশ্বর্যর গলা দেওয়ার বিষয়টি নাকি আবার আরাধ্যার বেশ পছন্দ হয়েছে। একথা আবার নিজেই জানিয়েছেন ‘রাই’। তাঁর কথায়, ”আরাধ্যার এই চরিত্রটাই বেশ পছন্দ হয়েছে। ” অন্য অভিনেত্রীর জন্য গলা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ”অন্য একজন অভিনেত্রীর অভিনয় করা কোনও চরিত্রের জন্য গলা দেওয়ার বিষয়টাও বেশ অন্যরকম। আর এই প্রস্তাব আমার কাছে হঠাৎ করেই এসেছিল।” নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবির হিন্দি ভার্সনের একটি অংশ শেয়ারও করেন ঐশ্বর্য।

https://www.instagram.com/tv/B3Gz-lsF9Zn/?utm_source=ig_web_copy_link

ম্যালেফিসেন্ট ২০১৪ সালে মুক্তি পায়। ১৮ অক্টোবর মুক্তি পেতে চলেছে ছবিটি তারই সেকুয়েল। এদিকে ‘ম্যালেফিসেন্ট: মিসট্রেস অফ ইভেল’-এর হিন্দি ভার্সনে গলা দেওয়া ছাড়াও খুব শীঘ্রই মনি রত্নমের একটি ছবিতেও দেখা যেতে চলেছে ঐশ্বর্য রাই বচ্চনকে।

সম্পর্কিত খবর