গত বছরের তুলনায় পরিমাণ কমে অর্ধেক, তবুও পুজোর আগে পাতে উঠবে পদ্মার চওড়া পেটির ইলিশ!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পুজোর মুখে বড় খবর। অবশেষে ভোজনরসিকদের মুখে দেখা দিল চওড়া হাসি। টন টন ইলিশ (Hilsa Fish) আসতে চলেছে বাংলাদেশ থেকে। সোমবার বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক এ বিষয়ে ঘোষণা করেছে। জানানো হয়েছে, এ বছর ২০০০ টন ইলিশ (Hilsa Fish) রফতানি হতে চলেছে ভারতে, অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রক। তবে গত বছরের তুলনায় এ বছর ইলিশ রফতানির পরিমাণ অর্ধেক করে দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ থেকে রফতানি করা হচ্ছে ইলিশ (Hilsa Fish)

প্রতি বছরই বাংলাদেশের পদ্মার ইলিশের (Hilsa Fish) স্বাদ চাখার অপেক্ষায় থাকেন এপার বাংলার মানুষ। পদ্মার ইলিশের (Hilsa Fish) স্বাদই হয় আলাদা। গত বছরও পুজোর আগে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক প্রথমে ৩০০০ টন ইলিশ ভারতে পাঠানোর কথা জানিয়েছিল। পরে অবশ্য তা কমিয়ে ২৪২০ টন করে দেওয়া হয়।

Hilsa fish is being imported from Bangladesh

কমিয়ে দেওয়া হল পরিমাণ: এ বছরও পুজোর আগে ইলিশ (Hilsa Fish) রফতানির আবেদন জানিয়ে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রককে চিঠি দিয়েছিল কলকাতার মাছ ব্যবসায়ীরা। কিন্তু এবার রফতানির পরিমাণ গত বছরের তুলনায় আরও কমিয়ে দেওয়া হল। নূন্যতম সাড়ে ১২ ডলারে রফতানি করা যাবে প্রতি কেজি ইলিশ (Hilsa Fish)।

আরও পড়ুন : সদ্য সেরেছেন ‘অনুরাগের ছোঁয়া’র শুটিং, বাড়িতে টিভি দেখতে দেখতেই ব্রেন স্ট্রোক জনপ্রিয় অভিনেত্রীর!

রফতানি নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা: উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই দুর্গাপুজোর সময় বাংলাদেশ থেকে ভারতে রফতানি হচ্ছে ইলিশ (Hilsa Fish)। তবে গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পরপরই এদেশে ইলিশ (Hilsa Fish) রফতানির ক্ষেত্রে দেখা দিয়েছিল অশ্চিয়তা। মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার প্রথমে ঘোষণা করেছিল, উৎসবের মরশুমে ভারতে ইলিশ (Hilsa Fish) রফতানি বন্ধ রাখা হবে।

আরও পড়ুন : চিনের সঙ্গে বাড়ছে ঘনিষ্ঠতা, আবার ভারতে ফেরার প্রস্তুতি TikTok-এর? বড়সড় আপডেট কেন্দ্রের

এ বিষয়ে জানানো হয়েছিল, অভ্যন্তরীণ চাহিদার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরে অবশ্য ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়। বিষয়টিকে ‘ক্ষুদ্র ইস্যু’ বলেও মন্তব্য করেছিল ইউনূস সরকার। কিন্তু এবার পুজোর আগে এপার বাংলায় ইলিশ আসলেও কমিয়ে দেওয়া হল পরিমাণ।