বাড়ি ফিরছিলেন নীলম, মাঝ রাস্তায় হাত-স্তন কেটে দিল শাকিল! মৃত্যু মহিলার

বাংলাহান্ট ডেস্ক : আবারও এক নির্মম হত্যাকাণ্ডের সাক্ষী থাকল দেশ। শ্রদ্ধা ওয়ালকর হত্যার (Shradhdha Walkar Murder Case) ক্ষত মিটতে না মিটতেই নৃশংস ভাবে হত্যা করা হল এক তরুণীকে। এবার ঘটনা বিহারের (Bihar) ভাগলপুরের। জানা যাচ্ছে অভিযুক্ত মহম্মদ শাকিল নীলিমা যাদব নামে এক মহিলাকে নৃশংস ভাবে হত্যা করেছে। পুলিস জানিয়েছে এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি শাকিল। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে বিহার পুলিস।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুর জেলার পীরপেন্তী এলাকায়। জানা যাচ্ছে, দিলৌরি গ্রামে ৪২ বছরের এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক ছিল মহম্মদ শাকিলের। এই দুজনের চাষের জমি পাশাপাশি ছিল। জমিতে চাষ করতে এসেই ঘনিষ্ঠতা দুজনের। নীলমের বাড়িতে শাকিলের অনেক আগে থেকেই আসা যাওয়া ছিল। এই ভাবে পরিবারের বাকি সদস্যদের সঙ্গেও যোগাযোগ ছিল শাকিলের।

কিন্তু কিছু দিনের শাকিলের সঙ্গে নীলমের ঘনিষ্ঠতা বিষয়ে সন্দেহ হয় গোটা পরিবারের। তারপরই শাকিলকে ওই বাড়িতে বারন করে দেওয়া হয় পরিবারের তরফ থেকে। নীলমকেও জোর করা হয় শাকিলের সঙ্গে কোনও রকম যোগাযোগ না রাখতে। এরপর পরিবারের চাপে শাকিলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন নীলম। যোগাযোগ বন্ধ করাটা মেনে নেয়নি শাকিল। তাই সে প্রতিশোধের চরম সিদ্ধান্ত নেয়।

ঘটনার দিন নীলম বাজার গিয়েছিলেন। রাস্তায় ওৎ পেতে বসেছিল শাকিল। বাজার থেকে ফেরার সময় ধারালো হাতিয়ার নিয়ে তাঁর উপর চড়াও হয় শাকিল। ওই ধারালো অস্ত্র দিয়ে ২০ থেকে ২৫ বার আঘাত করা হয় বলে অনুমান পুলিসের। হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায় শাকিল। রক্তাক্ত নীলমকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস সূত্রে খবর, এই মুহুর্তে ফেরার অভিযুক্ত মহম্মদ শাকিল। তবে শাকিলের খোঁজে গ্রেফতার করা হয়েছে তার ভাইকে। শাকিলের জন্য তল্লাশি চালাচ্ছে পুলিস।

Sudipto

সম্পর্কিত খবর