বাংলা হান্ট ডেস্ক : বিগত অর্থবর্ষে রেকর্ড গড়ে লাভ করল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)। রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি প্রায় ২৬ হাজার কোটি টাকা লাভ করেছে। গত বছরের ২৪,৬২০ কোটির তুলনায় প্রায় ৮% বেশি রেভেনিউ বেড়েছে হাল-এর।
শুক্রবার হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ২০২২-২৩ অর্থবর্ষে ২৬,৫০০ কোটি টাকার অপারেশন রেভেনিউ হয়েছে বলে ঘোষণা করে। এরই পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) শনিবার হাল-কে এই অভূতপূর্ব সাফল্য অর্জনের জন্য অভিনন্দন জানান। টুইটারে হাল-এর পোস্টটি শেয়ারও করেন তিনি। এই অবিশ্বাস্য কৃতিত্বের জন্য সম্পূর্ণ টিমকে ধন্যবাদ জানান মোদি।
প্রধানমন্ত্রী লেখেন, ‘অসাধারণ! আমি হাল-এর পুরো টিমকে তাঁদের অসাধারণ উদ্যোগ এবং আবেগের জন্য প্রশংসা জানাই।’ একটি টুইটে, হাল জানায়, আগের অর্থবর্ষে প্রায় ২৪,৬২০ কোটি টাকার রেভেনিউ হয়েছে। সেই তুলনায় প্রায় ৮% রেভেনিউ বৃদ্ধি পেয়েছে। সংস্থাটি আরও লেখে, ‘হাল ২০২২-২৩ অর্থবর্ষে প্রায় ২৬,৫০০ কোটি টাকায়, সর্বকালের সর্বোচ্চ লাভ করেছে। আগের অর্থবর্ষে লাভের অংক ছিল ২৪,৬২০ কোটি টাকা। সংস্থার আয় গত বছরের তুলনায় বছরে ৮%-এর বৃদ্ধি পেয়েছে।’
হাল-এর চেয়ারম্যান, সি বি অনন্তকৃষ্ণান, জানান, ‘ভূ-রাজনৈতিক জলবায়ুর কারণে সরবরাহ শৃঙ্খলে বাধা’ থাকা সত্ত্বেও সংস্থা তার লক্ষ্য পূরণ করতে পেরেছে। ২০২২-২৩-এ সরবরাহ শৃঙ্খলে সমস্যা হয়েছে। তার পরেও ২০২৩ সালের মার্চের শেষে হাল-এর অর্ডার বুকের অঙ্ক প্রায় ৮২,০০০ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। ২০২২-২৩-এর মধ্যে বিভিন্ন প্রতিরক্ষা খাতের গ্রাহকদের কাছ থেকে প্রায় ২৫,০০০ কোটি টাকার পেমেন্ট পেয়েছে হাল।’
প্রসঙ্গত, ২৬,০০০ কোটি টাকার চুক্তির অংশ হিসাবে রয়েছে ৭০টি এইচটিটি-৪০, ৬টি ডু-২২৮ এয়ারক্রাফ্ট এবং পিএসএলভি লঞ্চ ভেহিকল তৈরির চুক্তি।