বাংলা হান্ট ডেস্ক : ফের হিন্দুত্বের (Hindutwa) প্রশ্নে বিজেপিকে (Bharatiya Janata Party) আক্রমণ কংগ্রেসের। বরিষ্ঠ নেতা প্রমোদ কৃষ্ণম রায়পুরে কংগ্রেসের (Congress) সদর দফতর রাজীব ভবনে বসে রীতিমতো তোপ দাগলেন বিজেপিকে। তিনি বলেন হিন্দুত্ব বিজেপির সম্পত্তি নয়। হিন্দুত্বের যে অর্থ বিজেপি সকলকে বোঝায় বাস্তবে তা ভিন্ন।
এদিন কংগ্রেস নেতা বলেন, ‘কংগ্রেস প্রথম থেকে হিন্দুত্বের পথে হেঁটেছে। আমরা মহাত্মা গান্ধীর অনুগামী। আমাদের দলের প্রতিটি মিটিং শুরু হয় রঘুপতি রাঘব রাজা রামের নামে। মহাত্মা গান্ধীর থেকে বড় হিন্দু আর কেউ নেই।’
তিনি আরও বলেন, ‘বিজেপি হিন্দুত্বের নামে ব্যবসা করছে। তারা মানুষের বিশ্বাস নিয়ে খেলা করছে। ধর্মের নামে তারা ক্ষমতা দখল করতে চাইছে। অপরদিকে কংগ্রেস এমন একটি দল যারা সমস্ত ধর্মকে সঙ্গে নিয়ে চলে। মুসলিমদের দমন করা, দেশকে ভাগ করা এবং ধর্মের নামে বিভেদ সৃষ্টি করা কখনোই হিন্দুত্ব হতে পারে না।’
এরপরই কৃষ্ণম কেন্দ্রীয় সংস্থাগুলিকেও নিশানা করেন। তিনি বলেন, ‘ইডি, সিবিআই বিজেপির গুপ্ত সংস্থা। ঠিক যেভাবে আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল বিজেপিকে সাহায্য করে, তেমনই কাজ করে কেন্দ্রীয় সংস্থাগুলি।’
এদিন কৃষ্ণম তোপ দাগেন মধ্যপ্রদেশের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকেও। তিনি বলেন, ‘ইতিহাসে তিন মামা কুখ্যাত। প্রথম জন মামা মরিচ। যিনি অনেকটাই রাম রাবনের যুদ্ধের জন্য দায়ি ছিলেন। অপর জন, মামা শকুনি। যাঁর জন্য মহাভারতের যুদ্ধ হয়। তৃতীয় জন হলেন এই যুগের মামা, শিবরাজ সিং।’
অপরদিকে কংগ্রেসের রাজ্য সভার সাংসদ বিবেক তংখা বলেন, ‘ছত্তিসগড়ে ভূপেশ বাঘেলের সরকার দারুণ কাজ করছে। রাজ্যের উন্নতি করছে। বিরোধীদের কোনও চিহ্নও নেই। মানুষ বলছে কংগ্রেস সরকার আবারও ফিরে আসবে।’