মুম্বই ফিল্ম ফিস্টিভ্যালে দর্শকদের নজর কাড়লো হোপ

বাংলা হান্ট ডেস্ক: মামি মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯-এ প্রদর্শিত হল পার্থ সারথি মান্নার শর্ট ফিল্ম হোপ। ছবিটি মুম্বই ফিল্ম ফেস্টিভ্য়ালে দর্শকদের কাছে বেশ ভালোই সাড়া ফেলেছে বলে জানাচ্ছেন ছবির নির্মাতারা। এই শর্ট ফ্লিম টি অন্যতম ৫ টি ছবির মধ্যে জায়গা করে নিয়েছেন বলেও জানা যাচ্ছে। 

432

২১০০ সাল। মানবজাতির হাতেই ধীরে ধীরে ধ্বংসের মুখে এগিয়ে গিয়েছে পৃথিবী। সুন্দর সবুজ পৃথিবী হয়েছে ধূসর ও মলিন। সেই রুক্ষ পৃথিবীর বাসিন্দা ছোট্ট ছেলে কেয়ান। বোনের আবদার মতো ছোট্ট এক পাখির খোঁজে বেরিয়েছে সে। সে কি পারবে তার বোনের ইচ্ছাপূরণ করতে? প্রাণহীন প্রকৃতির বুকে কোথাও লুকিয়ে সেই ছোট্ট পাখি। এই আশায় বুক বেঁধে পথ চলে ছোট্ট কেয়ান। কল্পবিজ্ঞানের মোড়কে রূপকের ছোঁয়ায় একটি ছোট্ট ছেলের আশার গল্পই উঠে আসবে হিন্দি শর্টফিল্ম ‘হোপ’-এ। পরিচালনায় পার্থসারথি মান্না। শুক্রবার রিলিজ হল ‘হোপ’ এর পোস্টার। সেই পোস্টার থেকেই উঠে আসছে এক রূক্ষ ভবিষ্যত পৃথিবীর ছবি। প্রযোজনায় শ্রেয়ান্ত ফিল্মস। এর আগে বহুল প্রশংসিত ‘অস্কার’ সিনেমাটির প্রযোজনার দায়িত্বে ছিলেন তাঁরা।

323434

মেদিনীপুরের ছোট্ট গ্রাম থেকে মুম্বাইয়ের অ্যাওয়ার্ড শো-এর মঞ্চ। জার্নিটা সহজ ছিল না পরিচালক পার্থসারথি মান্নার। কৃষিজীবি পরিবার থেকে দুই চোখ ভরা স্বপ্ন নিয়ে মুম্বইয়ে পাড়ি। সেখানে স্ট্রাগল। টলি ও বলিউডে তাঁর একাধিক শর্টফিল্ম কুড়িয়েছে সমালোচকদের প্রশংসা। তাঁর পরিচালিত ‘কাইট দ্য মেসেঞ্জার’, ‘পানিশ মি ডাই’, ‘এ টয় গান’ ইত্যাদি আন্তর্জাতিক মঞ্চে পেয়েছে স্বীকৃতি। হোপ-এর মাধ্যমেও ভারতীয় শর্টফিল্মে তিনি এক নতুন ভাবনা তুলে ধরবেন বলে আশা করছেন সিনেমাপ্রেমীরা।

সম্পর্কিত খবর