বাংলাহান্ট ডেস্ক : সেপ্টেম্বর পড়তেই বেজে উঠেছে পুজোর ঢাক। চলতি মাসেই মহালয়া, তার দিন কয়েক পরেই শুরু দুর্গাপুজো। আমজনতার সঙ্গে সঙ্গে তারকারাও শুরু করে দিয়েছেন পুজোর প্রস্তুতি। তালিকায় রয়েছেন অভিনেত্রী নুসরত জাহানও (Nusrat Jahan)। তবে তাঁর পুজো নাকি এখন অনেকটাই বদলে গিয়েছে। মা হওয়ার পর থেকেই ছেলের জন্য তাঁর পুজোর ধারণা বদলেছে।
ছেলের জন্য পুজো বদলেছে নুসরতের (Nusrat Jahan)
বছর কয়েক বয়স হয়েছে ঈশানের। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে নুসরত (Nusrat Jahan) বলেন, গত বছর ঢাকের তালে নাচতে ভালো লেগেছিল একরত্তি ঈশানের। এ বছর নাকি নিজে থেকেই ‘ঠাকুর ঠাকুর’ করছে সে। পুজোর সময় আলোয় সাজানো শহর দেখতে পছন্দ করে ঈশান। ছেলের চোখ দিয়ে নুসরতও (Nusrat Jahan) নতুন করে দেখছেন সবটা।
কেমন ভাবে কাটে নায়িকার পুজো: নুসরত বলেন, মা হওয়ার পরও নিজের জন্য সময় বের করেন তিনি। কিছুদিন আগে বেনারস থেকে শাড়ি কিনে এনেছেন, বানাতে দিয়েছেন ব্লাউজ। তবে গত কয়েক বছর ধরে নিজের মেকআপ আর্টিস্টের বাড়ির দুর্গাপুজোয় অংশ নেন নুসরত (Nusrat Jahan)। পুজোর চারদিন ডায়েট ভুলে জমিয়ে খাওয়া দাওয়ায় বিশ্বাসী তিনি। তারপর জিমে শরীরচর্চা করে নিলেই মিটে গেল।
আরও পড়ুন : চিনের সঙ্গে বাড়ছে ঘনিষ্ঠতা, আবার ভারতে ফেরার প্রস্তুতি TikTok-এর? বড়সড় আপডেট কেন্দ্রের
কী খাওয়াদাওয়া চলে পুজোয়: মা হওয়ার পর থেকে ছেলের দেখভালেই সারাদিনের অনেকটা সময় কেটে যায় নুসরতের (Nusrat Jahan)। তাই রান্নাবান্না ভালো লাগলেও এখন আর তেমন রান্নাঘরে যান না তিনি। শুধু ছেলে বা কাছের মানুষের আবদার মেটাতে করেন রান্নাবান্না। নিজে তিনি ছোট থেকে পুজোয় রোল, মোগলাই, কোল্ড ড্রিঙ্কস খেয়ে কাটিয়েছেন পুজো। এখন আর লাইনে দাঁড়িয়ে খেতে পারেন না, বাড়িতে আনিয়ে খান। তবে ছেলের জন্য আলাদা ব্যবস্থা। ঈশানের জন্য মাছ দিয়ে পেঁপে আলুর ঝোল বানিয়ে দেন নুসরত (Nusrat Jahan)।
আরও পড়ুন : নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচিত হবে আধার কার্ড? দ্বাদশ নথি হিসেবে স্বীকৃতি দিয়ে ঘোষণা সুপ্রিম কোর্টের
প্রতি বছরই দুর্গাপুজোর ধুমধামে অংশ নেন নুসরত। ধর্মের বেড়াজাল পেরিয়ে অষ্টমীর অঞ্জলি থেকে পুজোর ঢাক বাজানোতেও অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে। মৌলবাদীরা কটাক্ষ করলেও তাতে বিশেষ পাত্তা দেন না নুসরত।