কয়েকশো কোটির ছবি ফ্লপ, মাত্র ১৫ কোটি টাকার কাশ্মীর ফাইলসের জন‍্য কত পারিশ্রমিক পেয়েছেন অনুপম-মিঠুনরা?

বাংলাহান্ট ডেস্ক: বড় বড় বাজেটের ছবি কার্যত মুখ থুবড়ে পড়ছে বক্স অফিসে। সে বলিউডের ‘বচ্চন পাণ্ডে’ই বলুন বা দক্ষিণের ‘রাধে শ‍্যাম’। কয়েকশো কোটি টাকা খরচ করে বানানো ছবি এখন ক্ষতির মুখে। অন‍্যদিকে মাত্র ১৫-২০ কোটি টাকা বাজেটের ছবি ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) একাই কাঁপাচ্ছে বক্স অফিস। মাত্র দশ দিনেই ২০০ কোটির ঘরে ঢুকে গিয়েছে বিবেক অগ্নিহোত্রীর ছবি।

কাশ্মীরি পণ্ডিতদের উপরে নির্মম অত‍্যাচারের বাস্তব ঘটনা তুলে ধরা হয়েছে ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ ছবিতে। তেমন কোনো প্রচারই করা হয়নি ছবিটির। এমনকি শোনা গিয়েছিল, তথাকথিত ‘সুপারস্টার’ কেউ না থাকাতেই কপিল শর্মা শো তে ডাকা হয়নি কলাকুশলীদের।

The Kashmir Files 1200by667
উল্লেখ‍্য, ছবিতে অভিনয় করেছেন অনুপম খের (Anupam Kher), মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), পল্লবী যোশী, দর্শন কুমাররা। তাঁদের অভিনয়ই সুপারহিট করে তুলেছে এই ছবিটিকে। কিন্তু জানেন কী এই ছবির জন‍্য অভিনেতা অভিনেত্রীরা কত পারিশ্রমিক পেয়েছেন?

না, বলিউডের প্রথম সারির তারকাদের মতো একশো দুশো কোটি টাকা নয়। বরং মাত্র ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অনুপম খের। দেড় কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন মিঠুন চক্রবর্তী। ছবির আরেকজন গুরুত্বপূর্ণ অভিনেত্রী পল্লবী যোশী পেয়েছেন মাত্র ৫০-৭০ লক্ষ টাকা। উল্লেখ‍্য, তিনি কিন্তু ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রীর স্ত্রীও। পরিচালক নিজেও পেয়েছেন মাত্র ১ কোটি টাকা। অন‍্যান‍্য কলাকুশলীরাও ৫০ লক্ষ টাকার বেশি পারিশ্রমিক পাননি।

প্রসঙ্গত, ইতিমধ‍্যেই ২০০ র মাইলফলক ছুঁয়ে ফেলেছে দ‍্য কাশ্মীর ফাইলস। দশম দিনে রেকর্ড ব‍্যবসা করেছিল এই ছবি। মুক্তির পর দশম দিনে ২৬.২০ কোটি টাকার ব‍্যবসা করেছিল এই ছবি। ফিল্ম বিশেষজ্ঞরা বলছেন, যদি অক্ষয় কুমারের ‘বচ্চন পাণ্ডে’ বেশ কিছু স্ক্রিন দখল করে না নিত তাহলে একদিনে ৩৫ কোটি টাকার ব‍্যবসাও করে ফেলতে পারত কাশ্মীর ফাইলস।

তখনি সম্ভাবনা ছিল, সপ্তাহের শেষে অনায়াসেই ২০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে কাশ্মীর ফাইলস। আর হলও সেটাই। মঙ্গলবার পরিচালক বিবেক অগ্নিহোত্রী জানালেন, গোটা বিশ্বে এখনো পর্যন্ত মোট ২০৬.১০ কোটি টাকার ব‍্যবসা করেছে দ‍্য কাশ্মীর ফাইলস।

Niranjana Nag

সম্পর্কিত খবর