আট দিনে ৫ কোটি! বক্স অফিসে অপ্রতিরোধ্য ‘রঘু ডাকাত’, বাকিরা কে কোথায়?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : এবার পুজোয় বক্স অফিসে সম্মুখ সমরে নেমেছেন ইন্ডাস্ট্রির রথী মহারথীরা। ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) হয়ে আবারও বড়পর্দায় অবতীর্ণ হয়েছেন দেব। ইতিবাচক নেতিবাচক মিলিয়ে ছবির নানান প্রতিক্রিয়াও আসছে। তবে বক্স অফিসে ইতিমধ্যেই ভালো সাড়া ফেলে দিয়েছে ছবিটি। প্রথম থেকেই ব্যবসার অঙ্কে চমকে দিচ্ছে রঘু ডাকাত (Raghu Dakat)। বাকিরা কে কোথায়?

বক্স অফিসে কত আয় রঘু ডাকাত (Raghu Dakat) এর

রিপোর্ট বলছে, পুজো জুড়ে বক্স অফিসে রাজত্ব করেছে রঘু ডাকাত। সূত্রের খবর বলছে, মহাষ্টমীতে প্রায় ১ কোটি ৭ লক্ষ টিকিট বিক্রি হয়েছে রঘু ডাকাত এর। নবমীতেও ‘ক্রেজ’ কমেনি দেবের ছবির। এদিন টিকিট বিক্রি হয় প্রায় ১ কোটি ২ লক্ষ। পুজোর শেষ দিন দশমীতেও বক্স অফিসে রঘু ডাকাতেরই (Raghu Dakat) রমরমা রইল।

How much did raghu dakat earn in box office

এক সপ্তাহে চুটিয়ে ব্যবসা: প্রাথমিক রিপোর্ট বলছে, দশমীতেও এক কোটি ছুঁয়েছে রঘু ডাকাত (Raghu Dakat)। এর সঙ্গে সঙ্গেই কোটি টাকার হ্যাটট্রিক করেছে এই ছবি। জানা যাচ্ছে, প্রথম এক সপ্তাহেই ৪ কোটি ৮৮ লক্ষ টাকা আয় করে ফেলেছে রঘু ডাকাত (Raghu Dakat)। ৮ দিনে ৫ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে দেবের পুজো রিলিজ। যদিও এখনও পর্যন্ত ব্যবসার অঙ্ক নিয়ে মুখ খোলেনি প্রযোজনা সংস্থা।

আরও পড়ুন : মুম্বইতে বিরাট যজ্ঞ, বাবার পথে হেঁটেই অভিনয়ে ডেবিউ, কবে আসছে তৃষাণজিতের প্রথম ছবি?

অন্য ছবির আয় কত: পুজোর অন্যতম চর্চিত ছবি ‘রক্তবীজ ২’। রিপোর্ট বলছে, দশমীতে প্রায় ৫৫ লক্ষ টাকা আয় করেছে এই ছবি। মুক্তির পর থেকে এখনও পর্যন্ত এই ছবির আয়ের পরিমাণ প্রায় ২ কোটি ৭০ লক্ষ টাকা। বক্স অফিসের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও রেষারেষি চলছে রঘু ডাকাত (Raghu Dakat) এবং রক্তবীজ ২ নিয়ে।

আরও পড়ুন : ‘খারাপের উপরে ভালোর জয় হোক’, ‘খোঁচা’ দিয়ে বিজয়ার শুভেচ্ছা TMC রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের

পুজোয় মুক্তি পাওয়া অন্য দুই ছবি ‘দেবী চৌধুরাণী’ এবং ‘যত কাণ্ড কলকাতাতেই’ বক্স অফিসের প্রতিযোগিতায় সামিল হতে পারেনি। তবে এই দুই ছবিই দর্শকের মনে জায়গা করতে পেরেছে।