বদলে গেল পিএফ এর টাকা তোলার নিয়ম, দেখে নিন পুরো পদ্ধতি

প্রফিডেন্ট ফান্ড ভোগী প্রায় ৬ কোটি মানুষের জন্য অভিনব ঘোষনা কেন্দ্রের। মহামারির আর্থিক সংকট থেকে চাকরিজীবিদের রেহাই দিতেই এই পদক্ষেপ কেন্দ্রের।এখন জমানো ৭৫ শতাংশ টাকা কিংবা তিন মাসের বেসিক পে, যেটি কম হবে, সেই পরিমাণ টাকা তাঁরা ইপিএফ থেকে তুলতে পারবেন

শ্রমমন্ত্রকের তরফ থেকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যামেন্ডমেন্ট স্কিম ২০২০ লাগু হয়েছে ২৮ মার্চ থেকে। এখন আবেদন করলেই প্রয়োজনে ইপিএফও থেকে টাকা তোলা যাবে।

জেনে নিন আবেদনের পদ্ধতিঃ

১। প্রথমেই unifiedportal-mem.epfindia.gov.in পোর্টালে লগ ইন করতে হবে।

IMG 20200331 181856

২। বাঁদিকে  Advance claim for outbreak of pandemic (COVID-19) – click here for details. থেকে বিস্তারিত জানুন।

৩। মূল পোর্টালে লগ ইন করুন। এক্ষেত্রে UAN লাগবে যা আপনার পে স্লিপে আছে।

IMG 20200331 182330

৪। একেবারে উপরে বাঁদিকে অনলাইন সার্ভিস অপশন ড্রপ ডাউন করে claim form 31 সিলেক্ট করতে হবে।

৫। এবার একটি ফর্ম পূরণ করতে হবে। দিতে হবে পিএফ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ চার ডিজিট। এবার proceed লেখায় ক্লিক করতে হবে।

৬। এ উইথড্রল ফর্মের পেজে “PF Advance” form (Form 31) সিলেক্ট করে I want to apply for -এ ক্লিক করতে হবে।

৭। এর পরে জানাতে হবে কেন টাকা তুলতে তুলছেন। (outbreak of pandemic) অপশনটি রয়েছে

৮। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পিএফ অ্যাকাউন্টের সঙ্গে ‌সংযুক্ত তার একটি চেকের ছবি আপলোড করতে হবে।

IMG 20200331 182501

৯। এর পরে একটা সেলফ ডিকলারেশন মেসেজে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গেই আধার নম্বরের সঙ্গে সংযুক্ত মোবাইলে একটি ওটিপি আসবে। সেটি লিখে দিলেই আবেদন প্রক্রিয়া শেষ। SUBMIT বাটনে ক্লিক করুন।

১০। এবার ইপিএফও যা দাবি করেছে সেটা ঠিক হলে খুব তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যাবে।


সম্পর্কিত খবর