বাংলাহান্ট ডেস্ক : যোগ্য অযোগ্য নিয়ে বিতর্ক এখনও অব্যাহত। চিহ্নিত অযোগ্যদের নিয়ে ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। নতুন নিয়োগের সুযোগ পাবে না ‘দাগি’ চাকরিহারারা। যারা ইতিমধ্যে আবেদন করেছেন, অযোগ্য হলে বাতিল করতে হবে তাদের আবেদনও। স্কুল সার্ভিস কমিশনকে (SSC) তেমনটাই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। কিন্তু অযোগ্যদের কীভাবে চিহ্নিত করবে এসএসসি (SSC)?
চিহ্নিত অযোগ্যদের কীভাবে আলাদা করবে এসএসসি (SSC)?
স্কুল সার্ভিস কমিশনের (SSC) তরফে জানা যাচ্ছে, চিহ্নিত অযোগ্যদের ধরার কোনো উপায়ই এখন নেই। সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এসএসসি। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, যোগ্যতা থাকলে যে কেউই আবেদন করতে পারবে এসএসসির পোর্টালে। এর মধ্যে যারা চিহ্নিত ‘অযোগ্য’ তাদের আবেদন বন্ধ করার কোনো উপায়ই নেই এসএসসির (SSC) কাছে। তবে হাইকোর্টের নির্দেশ কীভাবে মানা হবে?
কতজন আবেদন করেছেন: এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৩ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে বলে খবর এসএসসি (SSC) সূত্রে। চিহ্নিত যোগ্য চাকরিহারাদের তালিকা রয়েছে কমিশনের কাছে। ফলত প্রার্থীরা আবেদনের সময় সঠিক নাম এবং রোল নম্বর দিলে ১০ নম্বরের গ্রেস মার্কের জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে তাদের।
আরো পড়ুন : ভাঙরে তৃণমূল নেতাকে পরিকল্পনামাফিক খুন, আটক ২
কীভাবে ছাঁটাই হবে চিহ্নিতরা: এসএসসি সূত্রে জানা গিয়েছে, মোট আবেদনের মধ্যে মাত্র কয়েকশোই যোগ্য প্রার্থী আবেদন করেছে। এর ফলে চেনা যাবে চিহ্নিত অযোগ্যদের। আবেদনের প্রক্রিয়া মিটলে ভেরিফিকেশনের সময় দাগি অযোগ্যদের ছেঁটে ফেলা যাবে এসএসসির (SSC) তরফে।
আরো পড়ুন : ৯৩ কোটির খোঁজে শহর তোলপাড়! মুকুন্দপুরের অভিজাত আবাসনে ফের ED হানা
উল্লেখ্য, চিহ্নিত অযোগ্যদেরও নতুন নিয়োগে সুযোগ দেওয়ার জন্য হাইকোর্টে সওয়াল করেছিল এসএসসি। কিন্তু তাদের নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। তাই তাদের আর নতুন নিয়োগে সুযোগ দেওয়া যাবে না বলেই জানিয়েছে কলকাতা হাইকোর্ট।