বাংলাহান্ট ডেস্ক : দিন যত এগোচ্ছে ততই প্রতিনিয়ত কলকাতার মেট্রো (Metro) পরিষেবা এক অনন্য দিশা খুঁজে চলেছে। সেইসাথে মেট্রো পরিষেবাকে দিচ্ছে এক অন্য মাত্রা। কলকাতার বুক থেকেও যে এত এত মেট্রো ছুটে যাবে এ পরিকল্পনা কখনোই করা যায়নি। ২০২১ পর্যন্ত তো মেট্রো মানে সকলের কাছে একটাই লাইন ওই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এর বেশি নয়।
তবে তারপরই মেট্রো পরিষেবা (Metro Service) এক অন্যমাত্রায় নিয়ে যায়। জোর কদমে চলতে থাকে মেট্রো পরিষেবার কাজ। শুরু হয় একের পর এক লাইন। গ্রিন, অরেঞ্জ, পার্পেল লাইন দিয়ে ছুটে যাচ্ছে মেট্রো। আর এরই মাঝে মেট্রো নিয়ে সামনে এলো বিরাট আপডেট। এককথায় অবশ্য এটাকে দিওয়ালির উপহার বলে যায়।
ইয়েলো মেট্রো (Metro) লাইন নিয়ে বড় আপডেট:
ইয়েলো লাইন বলতে বোঝায় হাওড়া টু এয়ারপোর্টের মেট্রো লাইন। একবার হাওড়া থেকে এয়ারপোর্টে মেট্রো চালু হয়ে গেলে যাত্রীদের আর কোন চিন্তাই থাকবে না। সেইসাথে কেটে যাবে যানজটও। জানা যাচ্ছে ইতিমধ্যেই ইয়োলো লাইন পরিদর্শন করে গিয়েছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। কিছুদিন আগেই কাজ শুরু হয়েছে।
এমনকি এখনই এই লাইনের তিন কিলোমিটার অংশের কাজ পুরো সম্পূর্ণ। জানা যাচ্ছে, এই তিন কিমির সঙ্গে আরো এক কিলোমিটার যুক্ত করে কলকাতা মেট্রো ইয়েলো লাইন পরিষেবা শুরু করার লক্ষ্য নেওয়া হয়েছে। আর এই লক্ষ্য যদি পূরণ হয়ে যায়, তাহলে প্রথম ধাপে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট অব্দি মেট্রো (Metro) পরিষেবা চালু করা যাবে।
আরোও পড়ুন : ভোটের মুখে সম্মুখ সমরে কংগ্রেস-BJP! ‘মোদি কি গ্যারান্টি’ নিছক রসিকতা তোপ খাড়গের
এমনকি এই লাইন পরীক্ষা করার জন্য নোয়াপাড়া থেকে একটি মেট্রো রেকে চেপে পরিদর্শনে যান মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার এবং উচ্চপদস্থ কর্তারা। তিন কিমি পথ পেরিয়ে সোজা আসেন দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে। আবার সেখান থেকে ট্রলিতে চেপে এয়ারপোর্ট মেট্রো স্টেশন পরিদর্শনে যান। প্রতিটা জিনিসই খুঁটিয়ে ফুটিয়ে পরিদর্শন করেন কর্তারা।
আরোও পড়ুন : থরহরিকম্প! শীঘ্রই তৃণমূল কংগ্রেসে ব্যাপক রদবদল! কোন নেতাদের ‘চাকরি’ যাচ্ছে?
অর্থাৎ মেট্রো পরিষেবা কাজ দেখে কর্তারা ভীষণ খুশি। সে সূত্রে জানা যাচ্ছে, আগামী পাঁচ মাসের মধ্যে অর্থাৎ মার্চের মধ্যে নোয়াপাড়া টু এয়ারপোর্ট মেট্রো পরিষেবা চালু হয়ে যেতে পারে। তবে এখনো পর্যন্ত নোয়াপাড়া বারাসাত মেট্রো লাইনের নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট অবদি বাণিজ্যিক পরিষেবার কাজ কবে শুরু হবে তা এখনো জানা যায়নি।
কিন্তু আশা করা হচ্ছে, যদি এই লাইন শুরু না করা হয় ইয়েলো লাইনের হাত ধরে প্রাথমিকভাবে এয়ারপোর্ট মেট্রো (Metro) পরিষেবা চালু করে দেওয়ার পরিকল্পনা চলছে। জানা যাচ্ছে এয়ারপোর্ট মেট্রো পরিষেবা চালু হয়ে গেলে হাওড়া থেকে সহজেই কলকাতা বিমানবন্দরে পৌঁছাতে পারবেন সকলে।
তবে এক্ষেত্রে আপনাকে, হাওড়া থেকে মেট্রো ধরে এসপ্ল্যানেড আসতে হবে। সেখান থেকে নর্থ-সাউথ করিডরের মেট্রো ধরে নোয়াপাড়ায় যেতে হবে। সেখানে থেকে মেট্রো ধরে সোজা কলকাতা বিমানবন্দরে পৌঁছে যেতে পারবেন। এইভাবেই পৌঁছে যাবেন এয়ারপোর্ট বিমানবন্দর। না থাকবে যানজটের ঝুটঝামেলা, না থাকবে টাইমের চিন্তা।