বাংলা হান্ট ডেস্কঃ জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক, তারপরেই উচ্চমাধ্যমিক (Madhyamik HS Results)। এই দুই পরীক্ষার রেজাল্ট পেতে মুখিয়ে থাকেন পড়ুয়ারা। খুব শীঘ্রই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, আগামী ২ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ওই দিনই পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।
কবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ? HS Result
এদিকে উচ্চ মাধ্যমিক নিয়ে এখনও চূড়ান্ত তারিখ না জানা গেলেও পরের মাস, অর্থাৎ মে মাসেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে জানা যাচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদ সূত্রে ফল প্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ সামনে না এলেও কবের মধ্যে প্রকাশিত হতে পারে, তার আভাষ মিলেছে ইতিমধ্যেই। সূত্রে খবর, মে মাসের ১৫ তারিখে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে চলেছে।
জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট মে মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যে বেরোতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে এখনও পশ্চিমবঙ্গ বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল ২ মে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছিল ৮ মে।
আরও পড়ুন: আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের ক্ষোভের মুখে বিকাশ, ফিরদৌস! দুই আইনজীবীকে অকথ্য ভাষায় গালিগালাজ
এবারেও ২ তারিখই মাধ্যমিক পরীক্ষার ফলাফল সামনে আসবে। মাধ্যমিকের রেজাল্ট দেখতে হলে এই ওয়েবসাইটে নজর রাখুন- http://wbbse.wb.gov.in ও http://wbresults.nic.in আর উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে হলে এই ওয়েবসাইট ফলো করুন http://wbchse.wb.gov.in
ভিডিও দেখুন: https://youtu.be/B5ztiCzznTI?si=kpALKCjbtTJERJ_7
উল্লেখিত দুই ওয়েবসাইটে গিয়ে পড়ুয়ারা রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর ও পাসওয়ার্ড পুট করলে নিজেদের রেজাল্ট দেখতে পাবেন। রেজাল্ট ডাউনলোড করারও অপশন থাকবে।