দেশ বিরোধী স্লোগান দেওয়া কাশ্মীরি ছাত্রদের হয়ে লড়বে না কোন আইনজীবী! কর্ণাটকে পাস হল প্রস্তাব

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কর্ণাটকের (Karnataka) হুবলি এর একটি ইঞ্জিনিয়ারিং কলেজে তিন কাশ্মীর ছাত্র (Kashmir Student) পাকিস্তানের সমর্থনে স্লোগান দিয়ে গ্রেফতার হয়েছিল কিছুদিন আগে। এবার কর্ণাটকের হুবলি বার অ্যাসোসিয়েশনে (Hubli Bar Association) ওই কাশ্মীরি ছাত্রদের পক্ষে আইনি লড়াই না লড়ার প্রস্তাব পাস হল।

আরও পড়ুনঃ ভিডিওঃ তিন কাশ্মীরি ছাত্র দিয়েছিল দেশবিরোধী স্লোগান! আদালতে নিয়ে যাওয়ার সময় পেটাল জনতা

যদিও এই প্রস্তাব পাস হওয়া পর কর্ণাটক হাইকোর্ট হুবলি বার অ্যাসোসিয়েশনকে ধমক দিয়েছে। হাই কোর্ট বলেছে, ২৬/১১ এর নৃশংস হত্যাকাণ্ডের দোষী আজমল কাসভকেও নিজের আইনি লড়াই লড়ার জন্য ছাড় দেওয়া হয়েছিল।

উল্লেখ্য হুবলি বার অ্যাসোসিয়েশন একটি প্রস্তাব পাস করে, যেখানে দেশদ্রোহ এর অভিযোগে অভিযুক্ত তিন কাশ্মীর ছাত্রদের হয়ে আইনি লড়াই না লড়ার প্রস্তাব পাস হয়।

কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, যদি এরকম করা হয় তাহলে বিচার বিভাগের মুখ কি করে রক্ষা হবে? এখানে তো আজমল কাসভকেও তাঁর আইনি লড়াই লড়তে দেওয়া হয়েছিল।

সম্পর্কিত খবর

X