এই ভুল করলেই বিপত্তি! স্বাস্থ্য সাথী কার্ডে ব্যাপক ভোলবদল, বিজ্ঞপ্তি জারি পশ্চিমবঙ্গ সরকারের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একাধিক জনমুখী প্রকল্প চালু করা হয়েছে সাধারণ মানুষের কথা ভেবে। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে প্রতিবছর একটি পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা দেওয়া হয়ে থাকে। মাঝেমধ্যেই স্বাস্থ্য সাথী কার্ডে বেশকিছু নিয়মের রদবদল করে পশ্চিমবঙ্গ সরকার।

সরকারের পক্ষ থেকে এবার ফের একবার নিয়মের পরিবর্তন ঘটানো হল স্বাস্থ্য সাথী কার্ডে। এবার পরিবর্তন আনা হয়েছে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বেসরকারি হাসপাতালে জরুরী চিকিৎসা করানোর ক্ষেত্রে। সরকারের এই নতুন সিদ্ধান্তের প্রভাব পড়তে  চলেছে সাধারণ মানুষের উপর। সূত্রের খবর সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে এমার্জেন্সি অর্থপেডিকের অপারেশনের ক্ষেত্রে এই নিয়ম আনা হয়েছে।

আরোও পড়ুন : রামের হাত ধরে অযোধ্যায় লক্ষীলাভ! বছরে ২০-২৫ হাজার কোটি ঢুকবে সরকারি কোষাগারে

নতুন নিয়ম অনুযায়ী দুর্ঘটনা ঘটার ৪৮ ঘণ্টার মধ্যে রোগীকে ভর্তি করাতে হবে হাসপাতালে। রোগীর দুর্ঘটনা সংক্রান্ত সরকারি নথিও জমা দিতে হবে হাসপাতালে। এই নিয়মগুলি মানলে তবেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বেসরকারি হাসপাতালে বীমার সুবিধা পাবেন রোগী। এমনকি রোগীর চিকিৎসা বা অপারেশন করতে হবে আগে থেকে নথিভুক্ত চিকিৎসককে।

mamata banerjee swasthya sathi

কিছুদিন আগেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অর্থপেডিক চিকিৎসা সংক্রান্ত নিয়মে বদল আনা হয়। নতুন নিয়ম অনুযায়ী স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে আর অর্থপেডিক চিকিৎসা করানো যাবে না বেসরকারি হাসপাতালে। সরকারের যুক্তি বিগত কয়েক বছরে সরকারি হাসপাতালে অর্থপেডিক ডিপার্টমেন্ট বেশ শক্তিশালী ও আধুনিক হয়েছে। তাই দুর্ঘটনা ছাড়া হাড়ের চিকিৎসা বেসরকারি হাসপাতালে করানো যাবে না স্বাস্থ্য সাথীর মাধ্যমে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X