দুর্দান্ত খবর! এক্সপ্রেস থেকে শুরু করে লোকাল, ট্রেনের টিকিটে প্রচুর ছাড়; বড় সুবিধা দিচ্ছে রেল

বাংলাহান্ট ডেস্ক :যত সময় যাচ্ছে ততই ভারতীয় রেল নিজেদের আরো উন্নত করার চেষ্টা চালাচ্ছে। বর্তমানে ভারতীয় রেল নেটওয়ার্ক  বিশ্বের চতুর্থ বৃহত্তম। লক্ষ লক্ষ মানুষ ভারতীয় রেলের উপর নির্ভরশীল। সস্তায় দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সেরা মাধ্যম হল রেল ব্যবস্থা। প্রতিবছর ৭০০ কোটিরও বেশি যাত্রী পরিবহণ করে ভারতীয় রেল। 

এই সংখ্যাটা থেকেই বোঝা যায় ভারতের গণপরিবহণে ভারতীয় রেলের গুরুত্ব কতটা। আপনাদের জানিয়ে রাখা ভালো সরকারের পক্ষ থেকে রেল যাত্রীদের ৫৫% ছাড় দেওয়া হয় টিকিটে। অর্থাৎ টিকিটে রেল যাত্রীদের ৫৫ শতাংশ পর্যন্ত সাশ্রয় হয়। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই তথ্য জানিয়েছেন। শনিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, আগামী কয়েক বছরের মধ্যে নতুন প্রজন্মের ১০০০ অমৃত ভারত এক্সপ্রেস তৈরি করা হবে।

আরোও পড়ুন : বিমানবন্দর থেকে রোড শো করে পৌঁছাবেন বারাসাতে! বাংলায় ফের শুরু মোদি সফর

এই ট্রেনগুলি যাতে ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে চলাচল করতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। রেলমন্ত্রী জানান গত ১০ বছরে নরেন্দ্র মোদির সরকার ভারতীয় রেলকে নতুনভাবে বিশ্বের কাছে তুলে ধরেছে। বিশ্বের উচ্চতম রেল সেতু (চেনাব সেতু) এবং নদীর নিচে প্রথম জলের সুড়ঙ্গ (কলকাতা মেট্রোর জন্য) এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরোও পড়ুন : যমজ সন্তানদের দেখতে হাসপাতালে না গিয়ে BJP কর্মী যা করলেন…প্রশংসায় পঞ্চমুখ মোদি

মুম্বাই ও থানের মধ্যে ভারতের প্রথম সমুদ্রের তলদেশ টানেল নির্মাণের সূচনা হয়েছে ভারতের প্রথম বুলেট ট্রেন চালানোর জন্য। এই সম্পর্কে রেলমন্ত্রী বলেন, এই ধরনের প্রযুক্তি বিশ্বের মাত্র পাঁচটি দেশে রয়েছে। মুম্বই থেকে থানের মধ্যে ২১ কিলোমিটার দীর্ঘ এই সুড়ঙ্গের ৯.৭ কিলোমিটার হতে চলেছে জলপথ।

Indian Railways took important steps

ভাড়া সম্পর্কিত তথ্য দিয়ে রেলমন্ত্রী বলেন, ‘প্রতি বছর প্রায় ৭০০ কোটি মানুষ রেলে যাতায়াত করেন। কার্যত প্রতিদিন আড়াই কোটি মানুষ রেলপথে যাতায়াত করেন। ভাড়ার কাঠামো এমন যে একজনকে বহন করার খরচ ১০০ টাকা হলে আমরা ৪৫ টাকা নিই। তাই আমরা রেলপথে যাতায়াতকারী প্রত্যেক ব্যক্তিকে গড়ে ৫৫ শতাংশ ছাড় দিই।’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর