Ekchokho.com 🇮🇳

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ! ট্রাম্পের সিদ্ধান্তে ভারতের এই সেক্টরের শেয়ারে রকেটের গতি

Published on:

Published on:

Huge increase in the share of this sector in India.

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই ভারতের (India) সাথে আমেরিকার “ট্রেড ডিল” বিষয়ক চূড়ান্ত আলোচনা চলছে। ঠিক এই আবহেই ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাতে ১৪ টি দেশের সরকারের প্রধানকে চিঠি পাঠিয়ে নতুন শুল্ক আরোপের বিষয়টি উপস্থাপিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এর ফলে বাংলাদেশের রফতানি করা পণ্যেও এ এবার ৩৫ শতাংশ শুলকো আরোপ করেছে আমেরিকা। প্রসঙ্গত উল্লেখ্য যে, দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে ফিরে আসার পরেই শুল্ক নিয়ে তিনি বড় পদক্ষেপ গ্রহণ করছেন।

ট্রাম্পের সিদ্ধান্তে ভারতের (India) এই সেক্টরের শেয়ারে রকেটের গতি:

জানিয়ে রাখি যে, বাংলাদেশ থেকে শুরু করে মায়ানমার (৪০ শতাংশ শুল্ক), থাইল্যান্ড (৩৬ শতাংশ শুল্ক), ইন্দোনেশিয়া (৩২ শতাংশ শুল্ক), জাপান, দক্ষিণ কোরিয়া (২৫ শতাংশ) সহ মোট ১৪ টি দেশে নতুন শুল্ক আরোপ করেছে আমেরিকা। এদিকে, বাংলাদেশের ওপর মার্কিন শুল্কের কারণে ভারতের (India) শেয়ার বাজারে টেক্সটাইল সেক্টরের শেয়ারগুলিতে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছে।

 Huge increase in the share of this sector in India.

মঙ্গলবার সকাল ১০ টায় ইন্ট্রাডে ট্রেডিংয়ে গোকালদাস এক্সপোর্টসের শেয়ারের দাম ৭.৮ শতাংশ বেড়ে ৯৭০ টাকায় পৌঁছে যায়। এদিকে, কেপিআর মিলের শেয়ারের দাম ৫ শতাংশ বেড়ে ১,১৮১.৩ টাকায় পৌঁছয়। বর্ধমান টেক্সটাইলের শেয়ারে ৭.৪ শতাংশের বৃদ্ধি পরিলক্ষিত হয়। এছাড়াও, ওয়েলস্পান লিভিং, অলোক ইন্ডাস্ট্রিজ এবং রেমন্ডের মতো শেয়ারগুলিও শেয়ার বাজারে দুর্দান্ত লাভ করেছে।

আরও পড়ুন: প্রকৃতির কোপে পাকিস্তান! ভয়াবহ বন্যায় ক্রমশ বাড়ছে সঙ্কট, কমপক্ষে ৭২ জনের মৃত্যু

বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা: এই প্রসঙ্গে সিএনবিসি-আওয়াজের ম্যানেজিং এডিটর অনুজ সিংহল জানিয়েছেন যে, আমেরিকা বাংলাদেশের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। বাংলাদেশের ওপর এই কর আরোপ ভারতীয় টেক্সটাইল সেক্টরের জন্য ইতিবাচক হবে।ভারতের (India) ওপর কম শুল্ক আরোপের আশা করা হচ্ছে। বাংলাদেশের ওপর এই কর আরোপের জেরে এখন টেক্সটাইল শেয়ারে সুযোগ রয়েছে। উচ্চ স্তরে এই শেয়ারগুলিতে প্রফিট বুকিং সম্ভব।

আরও পড়ুন: ICC-তে ভারতীয়দের রমরমা! CEO হিসেবে নিযুক্ত হলেন সংযোগ গুপ্তা, পরিচয় জানলে চমকে যাবেন

জানিয়ে রাখি যে, আমেরিকায় রেডিমেড পোশাক বাজারে ভিয়েতনামের ১৯ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। যেখানে বাংলাদেশের অংশীদারিত্ব হল ৯ শতাংশ এবং ভারতের (India) অংশ হল ৬ শতাংশ।এদিকে, বাংলাদেশের জন্য ঘোষিত শুল্ক এপ্রিল মাসে ঘোষিত ৩৭ শতাংশ হারের চেয়ে সামান্য কম। কিন্তু এটি ১০ শতাংশের বেস রেটের অনেক ওপরে। জানিয়ে রাখি যে, এই নতুন শুল্ক ১ অগাস্ট থেকে লাগু হবে।