নগরী যেন টাকার খনি! ফের কলকাতা থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, গ্রেফতার ৯

বাংলা হান্ট ডেস্কঃ বছরের শুরুতেই ফের উদ্ধার টাকার পাহাড়। নগরী যেন টাকার খনি! সোমবার কলকাতার (Kolkata) বড়বাজার এলাকা থেকে এসটিএফ (STF) ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে ৫৬ লক্ষ টাকা। ইতিমধ্যেই এই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কী ঘটেছিল? সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে তদন্তকারীরা । এরপরই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ময়দানে নেমে রবীন্দ্র সরণি ও এমজি রোড থেকে মোট ৫৬ লক্ষ টাকা উদ্ধার করে।বিপুল পরিমান টাকার কোনো হিসেব দেখাতে পারেনি ধৃতরা। এরপরই তাঁদের হেফাজতে নেন পুলিশ আধিকারিকগণ।

আরও কী জানা যাচ্ছে? জানা গিয়েছন, এমজি রোড এলাকা থেকে খবর পেয়ে প্রথমে বিপুল পরিমান টাকা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এরপরেই টাকা বিষয়ে তদন্তকারীদের প্রশ্নের দিতে না পারায় তাঁকে গ্রেফতার করে পুলিশ। এরপরই তাঁকে জেরায় উঠে আসে আরেক তথ্য। সেইমত রবীন্দ্র সরণির একটি অফিসে গিয়ে অভিযান চালায় তদন্তকারীরা। সেখান থেকে ১৫ লক্ষ টাকা উদ্ধার হয়। এরপরই সেখান থেকেও জনা পাঁচেক গ্রেফতার হন। এরপর শহরের আরও বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লক্ষ টাকার কাছাকাছি নগদ উদ্ধার করে তদন্তকারীরা।

money recovered

উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকার সঙ্গে হাওয়ালার যোগ থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করছে তদন্তকারীরা। জানা গিয়েছে, কত কয়েকদিন ধরেই পুলিশের কাছে খবর ছিল হাওয়ালার বিপুল টাকা শহরে ঢুকেছে। সেইমতই প্রস্তুতি নিয়ে আটঘাট বেঁধে ময়দানে নামে পুলিশ। এরপরই হয় কাজ। এসটিএফ ও গুন্ডা দমন শাখার যৌথ তৎপরতায় অবশেষে উদ্ধার হয় টাকা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর