বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েক মাস ধরেই বাংলার রাজনীতিতে ঘুরে-ফিরে উঠে আসছে হুমায়ুন কবীরের (Humayun Kabir) নাম। কখনও কংগ্রেস, কখনও বিজেপি, আবার কখনও তৃণমূল বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে তাঁকে চিনেছে মানুষ। এখন তিনি নিজের দল ‘জনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান। এমন একজন নেতার শিক্ষাগত যোগ্যতা ও রাজনৈতিক যাত্রাপথ নিয়ে কৌতূহল রয়েছে অনেকেরই। কতদূর পড়াশোনা করেছেন হুমায়ুন কবীর, জানেন? জেনে নিন
বারবার বদলেছে রাজনৈতিক পরিচয়
দীর্ঘদিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত হুমায়ুন কবীর (Humayun Kabir)। একসময় কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও গিয়েছিলেন তাঁর মুর্শিদাবাদের বাড়িতে। পরে বিজেপি ও তৃণমূল, একাধিক দলে সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে তাঁকে। কিছুদিন আগেও তিনি তৃণমূলের বিধায়ক হিসেবে পরিচিত ছিলেন।
মুর্শিদাবাদের রাজনীতিতে হুমায়ুন কবীরের (Humayun Kabir) প্রভাব যে যথেষ্ট, তা একাধিকবার সামনে এসেছে। তাঁর রাজনৈতিক কেরিয়ারে এমন নজিরও রয়েছে, যেখানে নির্দল প্রার্থী হিসেবে লড়ে তৃণমূলকে পিছনে ফেলেছেন তিনি। সেই কারণেই এলাকায় তাঁর রাজনৈতিক গুরুত্ব আলাদা করে উল্লেখযোগ্য।
নিজের দল গঠন করেছেন হুমায়ুন (Humayun Kabir)
সম্প্রতি হুমায়ুন কবীর (Humayun Kabir) তৈরি করেছেন নিজের দল ‘জনতা উন্নয়ন পার্টি’। দল ঘোষণার মঞ্চ থেকে তিনি স্পষ্ট জানান, টাকার জন্য তাঁকে কখনও মিথ্যা কথা বলতে হয়নি। তাঁর দাবি, ছোট বয়স থেকেই ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কারণেই আর্থিক দিক থেকে তিনি স্বাবলম্বী।
বেলডাঙায় বাবরি মসজিদ প্রসঙ্গ
মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। ওই মসজিদের জন্য তাঁর কাছে কোটি কোটি টাকা অনুদান এসেছে বলেও জানা যায়। বর্তমানে জোরকদমে চলছে নির্মাণকাজ।
শিক্ষাগত যোগ্যতা কী?
রাজনীতিতে দীর্ঘ পথ চললেও পড়াশোনার দিক থেকে হুমায়ুন কবীর (Humayun Kabir) কলেজের গণ্ডি পেরোননি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তিনি ২০১৩ সালে ইন্ডিয়া কাউন্সিল ফর ওপেন স্কুল অব মহারাষ্ট্র থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হন।

আরও পড়ুনঃ ২০১০-পরবর্তী ওবিসি শংসাপত্র নিয়ে বড় প্রশ্ন, SIR-এ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন, জানাল হাই কোর্ট
হলফনামায় হুমায়ুন কবীর (Humayun Kabir) জানিয়েছেন, তাঁর ও তাঁর স্ত্রীর নামে ব্যবসা রয়েছে। সেখান থেকেই পরিবারের রোজগার হয়। জানা যায়, দীর্ঘদিন ধরেই তিনি কনট্রাক্টর হিসেবে ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর দাবি, ছোটবেলায় পড়াশোনার পাশাপাশি ব্যবসার কাজেও হাত লাগাতেন তিনি।












