বাংলা হান্ট ডেস্ক : ফের উত্তপ্ত সুইডেন (Sweden)! কোরান (Quran) পোড়ানোকে কেন্দ্র অগ্নিগর্ভ সৃষ্টি জল সে দেশে। আদালত থেকে আদেশের পরই বকরি ইদের দিন একটি মসজিদের সামনে পুড়িয়ে দেওয়া হল ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরান। এরপরই পরিস্থিতি হয়ে ওঠে ভয়ংকর। এই সম্পর্কিত একটি ভিডিও মারাত্মক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কী দেখা যাচ্ছে ভিডিও তে? ভাইরাল ভিডিওতে দেখে যাচ্ছে দুই ব্যক্তিকে। এক ব্যক্তি হাতে একটি মাইক নিয়ে কিছু বলছেন। অপর জন হাতে একটু কোরান নিয়ে রীতিমতো লোফালুফি খেলছেন। তাতে লাথি মারছেন। জানা যাচ্ছে, এই ঘটনার সময় ওই স্থানে উপস্থিত ছিলেন শ দুয়েক জনতা।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে উপস্থিত জনতাকে উচ্চস্বরে কিছু বলছে। তাঁর হাতপ রয়েছে একটি মাইক। অপর ব্যক্তি হাতে কোরান নিয়ে সেটি ফুটবলের মতো লাথি মারছেন। কখনও সেটা ছুঁড়ে দিচ্ছেন। কখনও মাটিতে ফেলে চেষ্টা করছেন ড্রিবল করতে। একটা সময় পর কোরান বইটি থেকে ছিঁড়ে যায়।
পবিত্র ধর্ম গ্রন্থের এহেন অপমান সহ্য হয়নি অনেকেরই। উপস্থিত জনতার মধ্যে হাজির ছিলেন অনেক মুসলিমও। হঠাৎই তাঁরা আল্লাহু আকবর স্লোগান তোলেন। এরপরই তাঁরা রাস্তার পাথর কুড়িয়ে দুই প্রদর্শনকারীর দিকে ছুঁড়তে শুরু করেন। তৎক্ষণাৎ পদক্ষেপ করেন সেখানে হাজির পুলিস আধিকারিকরা। পাথরবাজদের গ্রোফতার করে পুলিস। পরে দুই প্রদর্শনকারীর বিরুদ্ধেও মানুষকে ধর্মীয় উসকানি দেওয়ার মামলা দায়ের করে প্রশাসন।
🔴 İsveç Stockhom’de Kurban Bayramının birinci gününde Stockholm Camii önünde Irak asıllı Salwan Momika isimli şahış polis koruması eşliğinde Kur’an-ı Kerim’i ayaklarının altına aldıktan sonra yaktı. pic.twitter.com/vOwawrNKo8
— Conflict (@ConflictTR) June 28, 2023
তবে এই প্রথম নয়। এর আগেও সুইডেনে এমন ঘটনা ঘটেছে। সুইডেনের অতি ডানপন্থী রাজনীতিবিদ রাসমুস পালুদান স্টকহোমে তুর্কি দূতাবাসের বাইরে ন্যাটোতে সুইডেনের সদস্যপদ বহাল রাখার প্রতিবাদে সরব হন। প্রতিবাদের সময় কোরানের একটি কপি পুড়িয়ে দেন তিনি।
পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানোর ঘটনায় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে তীব্র প্রতিবাদ করা হয়। এ ব্যাপারে একটি বিবৃতিও দেয় তারা। পবিত্র ধর্মগ্রন্থের উপর হামলার তীব্র নিন্দা তারা জানাচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। মতপ্রকাশের স্বাধীনতার নামে ইসলামবিরোধী কর্মকাণ্ডের অনুমোদন তুরস্ক দেয় না বলে হুঁশিয়ারি দেওয়া হয়। অভিযুক্তের কড়া শাস্তিও দাবি করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রক।