‘ধর্মের জন্য প্রাণ দিতেও রাজি” বললেন পয়গম্বরকে নিয়ে কটূক্তি করা BJP বিধায়ক রাজা সিং

বাংলাহান্ট ডেস্ক : অবশেষে বিজেপি বিধায়ক (BJP MLA) টি রাজা সিং-কে (T Raja Singh) গ্রেফতার করল হায়দরাবাদ পুলিশ। প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের মতোই পয়গম্বরকে অপমান করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সোমবার রাতেই তাঁর গ্রেফতারের দাবিতে হায়দরাবাদ (Hyderabad) শহরের বিভিন্ন থানায় বিক্ষোভ দেখান একাধিক মুসলিম সংগঠন। তাঁরা অভিযোগ করেন বিজেপি (BJP) বিধায়ক ইসলামদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন। আজ মঙ্গলবার গ্রেফতার করা হয় তাঁকে।

গ্রেফতার হওয়ার আগে বিজেপি বিধায়ককে বলতে শোনা যায়, ‘আমি এগুলো আমার ধর্মের জন্য করছি। ধর্মের জন্য আমি মরতেও রাজি। আমি জানি না পুলিশ কী করতে চাইছে। ইউটিউব থেকে আমার ভিডিও ডিলিট করা হয়েছে। আমি মুক্ত হয়ে এসে ওই ভিডিও দ্বিতীয় পর্ব আমি আপলোড করব।’

77603196

কমেডিয়ান মুন্নাওয়ার ফারুক এবং তাঁর কমেডি শো-এর সমালোচনা করে সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ১০ মিনিটের ভিডিয়ো পোস্ট করেন বিজেপি বিধায়ক টি রাজা সিং। সেই ভিডিয়োতেই ওই বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। ঘটনার সূত্রপাত গত শুক্রবার। হায়দারাবাদে মুন্নাওয়ার ফারুকির অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন বিজেপি বিধায়ক। ওইদিন তাঁকে পুলিশ প্রতিরোধমূলক হেফাজতে নেয়।

১০ মিনিটের ওই ভিডিয়োটিতে বিজেপি বিধায়ককে বলতে শোনা যায়, ‘এই প্রথম কোনও ভিডিয়োতে আমি এই ভাবে কথা বলছি। কারণ কি? কারণ এক ব্যক্তি আমার ভগবান রাম ও সীতা মাকে গালিগালাজ করেছে। সে আমার দেবতাদের নিয়ে কমেডি করেছে। আজ আর কোনও উপায় না পেয়ে আমি তোমার মাকে নিয়ে কমেডি করছি। এটা আমার কাছে অত্যন্ত যন্ত্রণার।’

হায়দরাবাদ ওয়েস্ট জ়োন পুলিশের ডিসিপি জোয়েল ডেভিস জানান, বিজেপি বিধায়কের টি রাজা সিং-এর বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়েছেন তিনি। তারপরই এদিন তাঁকে গ্রেফতার করা হয়। তবে, বিধায়কের দাবি, পুলিশ কীসের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করল, তা তিনি বুঝতেই পারছেন না। তিনি দাবি করেন ভিডিওতে তিনি কোনও বিশেষ সম্প্রদয়ের নাম করেননি। তাঁর তৈরি ভিডিয়োটি ছিল একমাত্র মুন্নাওয়ার ফারুকির বিরুদ্ধেই। তিনি কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাননি বলেই দাবি তাঁর।

raja singh 1

টি রাজা সিংয়ের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করে হায়দরাবাদের সাংসদ তথা এআইমিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি দাবি করেন, এটা মুসলিম সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করার জন্য বিজেপির ইচ্ছাকৃত প্রচেষ্টা। বিষয়টি নূপুর শর্মা মামলার ধারাবাহিকতা বলেই মনে করছেন তিনি। বিজেপি বিধায়কের ওই ভিডিয়ো নিয়ে তদন্তের দাবিও জানান তিনি। তিনি আরও বলেন, ‘বিজেপি হায়দরাবাদে শান্তির পরিবেশ দেখতে পারে না। বিজেপি দেশের সামাজিক পরিকাঠামোটাই ভেঙে দিতে চায়।’

তবে, ইতিমধ্যেই তেলঙ্গানার বিধায়ক টি রাজা সিং-কে সাসপেন্ড করেছে বিজেপি। এছাড়া জানা যাচ্ছে বিজেপি-র সেন্ট্রাল ডিসিপ্লিনারি কমিটির পক্ষ থেকে ১০ দিনের মধ্যে টি রাজা সিংয়ের জবাব তলব করা হয়েছে

এর আগে ধর্মীয় ভাবাবাগে আঘাতের অভিযোগে একই ভাবে বিতর্কে জড়ান নূপূর শর্মা এবং নবীন কুমার দল। দেশজুড়ে চলা বিতর্ক, বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত নূপুর শর্মাকে সাসপেন্ড করে বিজেপি। একইভাবে কড়া ব্যবস্থা নেওয়া হয় নবীন কুমার জিন্দলের বিরুদ্ধেও।


Sudipto

সম্পর্কিত খবর