শেষপর্যন্ত ভারতীয় দল হারবে এই দলের কাছে! বিশ্বকাপ নিয়ে বিস্ফোরক মাইকেল ভন

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর (Wasim Jaffer) এবং ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের (Michael Vaughan) মধ্যে ঠান্ডা লড়াই যেন বাড়তি মাত্রা পায় মাঝেমধ্যেই। ইতিপূর্বে ভারতীয় দলের (Indian Cricket Team) পারফরম্যান্স নিয়ে একাধিকবার দুজনের মধ্যে তীক্ষ্ণ বাকবিতণ্ডা দেখা গিয়েছে। তবে এবার চলতি বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স সংক্রান্ত বিষয় নিয়ে ওয়াসিম জাফরকে একটি তীব্র মন্তব্য করলেন ভন।

তিনি জানিয়েছেন যে তিনি মনে করেন না ওয়াসিম জাফর নিজে তার টুইটার অ্যাকাউন্ট ম্যানেজ করেন। ওই প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট এবং ডেমিয়ান মার্টিনের সঙ্গে একটি পডকাস্টে আড্ডা দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেছেন। এরপর ভন ভারতীয় দলকেও টেনে এনেছেন তার বক্তব্যের মধ্যে।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মাইকেল ভন বলেছেন যে ওয়াসিম সফর হলো তার প্রথম টেস্ট উইকেট। লর্ডসে ভনের বলে ওয়াসিম জাফরের ক্যাচ নিয়েছিলেন তারকা ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসেন। মাঠের লড়াইয়ে তিনি জয় পেয়েছিলেন তবে সোশ্যাল মিডিয়ায় বাক যুদ্ধে জাফর বেশ কয়েকবার তাকে পরাস্ত করেছেন ঠিকই কিন্তু তিনি মনে করেন যে জাফর আলাদা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট দিয়ে তার টুইটার অ্যাকাউন্ট সামলায়।

আরও পড়ুন: বড় ধাক্কা পাকিস্তানের! সচিন কন্যা সারার সামনে দাদাগিরির জন্য শুভমান গিলকে পুরস্কৃত করলো ICC

এরপর তিনি বলেছেন ভারতীয় দল যেদিন বিশ্বকাপে হারবে সেদিন জাফরের জন্য তিনি একটি বিশেষ উপহার প্রস্তুত রেখেছেন। ভারতীয় দলকে কে হারাতে পারবে টুর্নামেন্টে সেই প্রসঙ্গে তিনি বলেছেন যে তিনি মনে করেন ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হলে ভারতীয় দল হেরে যাবে এমন সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: আমি যা বলবো, মুখের ওপর বলবো! ফের একবার কোহলিকে নিয়ে বিস্ফোরক গৌতম গম্ভীর

প্রসঙ্গত ভারতীয় দল চলতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার। সেই ম্যাচে কিছুটা বেকায়দায় জড়ালেও শেষপর্যন্ত বিরাট কোহলি এবং লোকেশ রাহুলের ব্যাটে ভর করে ভারতীয় দল জয় পেয়েছিল। ভারতীয় বোলাররাও দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন ওই ম্যাচে।

 

X