সকাল সকাল বড় খবর! হঠাৎ সিরিয়ায় ওপর বিরাট হামলা চালাল আমেরিকা, মৃত ৯

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে প্যালেস্টাইন এবং ইজরায়েলের যুদ্ধ নিয়ে গোটা বিশ্বে তোলপাড়। এরই মধ্যে সিরিয়ায় মার্কিন হামলা (U.S. Attack in Syria)। গত দুই সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার সিরিয়ার ওপর হামলা চালাল আমেরিকা। সিরিয়ায় ইরান-সংশ্লিষ্ট অস্ত্রের মজুত স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই মার্কিন হামলায় এখনও পর্যন্ত নয়জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে।

গতকাল বুধবার সিরিয়ার পূর্বদিকে একটি অঞ্চলে বিমান হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, সিরিয়ায় ইরানের একটি অস্ত্রভাণ্ডারে বোমা নিক্ষেপ করে মার্কিন ফৌজের এফ-১৫ যুদ্ধবিমান। জানা যাচ্ছে, গত ১৭ অক্টোবর থেকে ইরানে ঘাঁটি করে থাকা মার্কিন সেনাবাহিনীকে লক্ষ্য করে কমপক্ষে ১২ টি হামলা হয়েছে। পাশাপাশি সিরিয়ায় চারটি হামলা করা হয়েছে। দুটি হামলায় এখনও পর্যন্ত ২১ জন আমেরিকান আহত হয়েছে বলে সূত্রের খবর।

ইরানের প্ররোচনায় বেড়ে ওঠা জঙ্গি গোষ্ঠী গুলির বিরুদ্ধে ওই হামলা চালানোর অভিযোগ ওঠে। এর পাল্টা দিতেই এদিন আমেরিকা হামলা চালায় বলে l দাবি করা হচ্ছে। এই মার্কিন হামলা প্রতিরোধ করতে ইরান প্রায় আড়াই হাজার এবং সিরিয়ায় প্রায় ৯০০ মার্কিন সেনা মোতায়েন করেছে।

আরও পড়ুন: জ্যোতিপ্ৰিয় মামলায় এবার মুখ খুলল কমান্ড হাসপাতাল! হাইকোর্টে বিস্ফোরক দাবি, চাপে ED

usa syria

এই নিয়ে ইতিমধ্যেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতি জারি করেছেন। তিনি জানিয়েছেন, ‘আমেরিকার দুটি এফ-১৫ বিমান একটি অস্ত্র মজুদ স্থাপনায় হামলা চালিয়েছে।’ ইরাক ও সিরিয়ার ধারাবাহিক হামলার জবাবে এই পাল্টা হামলা করা হয়েছে বলে তিনি জানান।

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের দাবি, মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, ” মার্কিন কর্মীদের সুরক্ষার চেয়ে রাষ্ট্রপতির কাছে কোনও কিছু বেশি নয়, এবং তিনি আজকের পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট করে নির্দেশ দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে, তার কর্মীদের এবং তার স্বার্থ রক্ষা করবে।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর