‘দিল্লীতেও এবার দিদিকে চাই’! খাবারের প্যাকেটে শ্লোগান লিখে বিলি করছেন বেহালার দেবজিৎ পান্ডে

বাংলাহান্ট ডেস্কঃ ‘মোদীকে করো টা টা বাই বাই, দিল্লীতেও এবার দিদিকে চাই’!- অবাক হওয়ার কিছু নেই, খাবারের প্যাকেটে এমনই শ্লোগান লিখে বিনামূল্যে বিতরণ করছেন বেহালার (behala) দেবজিৎ পান্ডে। করোনা আবহে এই খাবার বিতরণ করছেন করোনা আক্রান্ত পরিবারের জন্য।

বর্তমান করোনা আবহে সংকটে থাকা মানুষদের পাশে দাঁড়িয়েছেন সমাজের প্রথম সারির মানুষ থেকে সাধারণ মধ্যবিত্ত মানুষেরাও। যে যার নিজের সাধ্যমত সেবা করে চলেছেন এই পরিস্থিতিতে। তবে এই সময় বিনামূল্যে খাবার বিতরণের মধ্যে দিয়ে কিছুটা অন্যরকমভাবে রাজনৈতিক প্রচার করলেন বেহালার দেবজিৎ পান্ডে।

modi didi

তিনি জানান, ‘প্রথম থেকেই আমি মমতা ব্যানার্জীর অনুগামী। ২০২১-এর নির্বাচনের পর এটা পরিষ্কার হয়ে গেছে, যে দেশে একমাত্র বিরোধী দলনেত্রী হলেন মমতা ব্যানার্জী। তাই আমার প্রিয় নেত্রীকে দিলীর মসনদে বসাতে, আমি এই পথটাকেই বেছে নিয়েছি। আর যুদ্ধে যে কোন পথই গ্রাহ্য। তাই আমি এইভাবেই আমার লড়াই চালিয়ে যাচ্ছি’।

তিনি আরও বলেন, ‘মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায়, কমিউনিটি কিচেন তৈরি করে এলাকার ১০০-র বেশি করোনা আক্রান্তের বাড়িতে প্রত্যেকদিন প্রাতরাশ থেকে শুরু করে নৈশভোজ, বিনামূল্যেই পৌঁছে দিচ্ছি। খাবারের সঙ্গে থাকছে চাও’।

প্রসঙ্গত, একুশের মহারণে মমতা ব্যানার্জী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন থেকে নির্বাচনে লড়েছিলেন। কিন্তু ওই আসনে ওনাকে পরাজয়ের সম্মুখীন হতে হয়। ওই কেন্দ্রে জয়লাভ করেন শুভেন্দু অধিকারী। তবে নির্বাচনে হেরেও মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী পদের শপথ নিয়েছিলেন। আর এই নিয়ে চারিদিক থেকে কটাক্ষের বন্যা ভেসেও এসেছিল। তবে এবার মুখ্যমন্ত্রীর স্বার্থে, ভবানীপুরের জেতা আসন ছেড়ে দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, খড়দহ আসন থেকে উপনির্বাচনে লড়বেন শোভনদেব চট্টোপাধ্যায়।


Smita Hari

সম্পর্কিত খবর