T20 বিশ্বকাপে এবার আসল লড়াই! সুপার-8 রাউন্ডের সময়সূচি ঘোষণা ICC-র, কবে-কখন-কোথায় হবে ম্যাচ?

   

বাংলা হান্ট ডেস্ক: T20 বিশ্বকাপ ২০২৪ (ICC Men’s T20 World Cup)-এর গ্রুপ পর্বের রাউন্ড শীঘ্রই শেষ হতে চলেছে। এই রাউন্ডে ২০ টি দল খেলছে। কিন্তু, এর পরের রাউন্ডে অর্থাৎ সুপার ৮-এ খেলবে ৮ টি দল। এখনও পর্যন্ত, ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের মতো দলগুলি পরের রাউন্ডের জন্য তাদের জায়গা নিশ্চিত করেছে। এদিকে, বাকি ৩ টি স্থানের জন্য দলগুলির মধ্যে প্রতিযোগিতা অব্যাহত রয়েছে। এর মধ্যেই সুপার-৮ রাউন্ডের সূচি ঘোষণা করেছে ICC (International Cricket Council)।

সুপার-৮ রাউন্ডের জন্য ঘোষিত সময়সূচি: উল্লেখ্য যে, সুপার-৮ রাউন্ডের জন্য ৮ টি দলকে গ্রুপে ভাগ করা হয়েছে। এর মধ্যে ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান সুপার-৮ রাউন্ডের গ্রুপ ১-এ অন্তর্ভুক্ত হবে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা গ্রুপ ২-এ অন্তর্ভুক্ত হবে। গ্রুপ ১-এ এখনও একটি জায়গা খালি রয়েছে। যেখানে বাংলাদেশ বা নেদারল্যান্ডস প্রবেশ করবে। অনিদিকে, গ্রুপ ২-এ এখনও ২ টি স্থান খালি রয়েছে। এই দুই জায়গার জন্য পাকিস্তান, USA, স্কটল্যান্ড ও ইংল্যান্ড দলের মধ্যে প্রতিযোগিতা রয়েছে।

ICC announced the schedule of Super-8 round of ICC Men's T20 World Cup.

জানিয়ে রাখি যে, সুপার-৮ রাউন্ড শুরু হবে ১৯ জুন অ্যান্টিগায়। পরদিন বার্বাডোসে ভারত-আফগানিস্তানের ম্যাচ হবে। এই টুর্নামেন্টে প্রথম ভারত ক্যারিবিয়ানে একটি ম্যাচ খেলবে। উল্লেখ্য যে, সুপার-৮ রাউন্ডে মোট ১২ টি ম্যাচ খেলা হবে। যেগুলি অ্যান্টিগা, বার্বাডোজ, সেন্ট লুসিয়া এবং সেন্ট ভিনসেন্টে সম্পন্ন হবে।

আরও পড়ুন: আর চলবে মাত্র ২ মাস! শূন্য হতে চলেছে পাকিস্তানের ভান্ডার, এদিকে উপচে পড়ছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

সুপার-৮ রাউন্ডের ম্যাচের সূচি:
১৯ জুন 19: A2 বনাম দক্ষিণ আফ্রিকা; নর্থ সাউন্ড, অ্যান্টিগা
১৯ জুন: B1 বনাম ওয়েস্ট ইন্ডিজ; গ্রস আইলেট, সেন্ট লুসিয়া
২০ জুন: আফগানিস্তান বনাম ভারত; ব্রিজটাউন, বার্বাডোস
২০ জুন: অস্ট্রেলিয়া বনাম D2; নর্থ সাউন্ড, অ্যান্টিগুয়া
২১ জুন: B1 বনাম দক্ষিণ আফ্রিকা; গ্ৰস আইলেট, সেন্ট লুসিয়া
২১ জুন: A2 বনাম ওয়েস্ট ইন্ডিজ; ব্রিজটাউন, বার্বাডোস

আরও পড়ুন: রাজ্যের শিক্ষক-শিক্ষাকর্মীদের খুলে গেল কপাল! এবার মিলছে বকেয়া ১০ শতাংশের মহার্ঘ ভাতা

২২ জুন: ভারত বনাম D2; নর্থ সাউন্ড, অ্যান্টিগুয়া
২৩ জুন: আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া; আর্নোস ভেল, সেন্ট ভিনসেন্ট
২৩ জুন: A2 বনাম B1; ব্রিজটাউন, বার্বাডোস
২৩ জুন: ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা; নর্থ সাউন্ড, অ্যান্টিগা
২৪ জুন: অস্ট্রেলিয়া বনাম ভারত; গ্রস আইলেট, সেন্ট লুসিয়া
২৪ জুন: আফগানিস্তান বনাম D2; আর্নোস ভেল, সেন্ট ভিনসেন্ট

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর