পার্শ্বচরিত্র থেকে এখন মুখ‍্য চরিত্রকেও ছাপিয়ে গিয়েছেন, এবার কনের সাজে ধরা দিলেন ‘রঞ্জা’ ইধিকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পার্শ্বচরিত্র থেকে মুখ‍্য চরিত্রে প্রোমোশন হয়েছিল অভিনেত্রী ইধিকা পালের (Idhika Paul)। ‘রিমলি’ সিরিয়ালের মাধ‍্যমে জনপ্রিয়তা পেতে শুরু করলেও খুব তাড়াতাড়িই শেষ হয়ে গিয়েছিল সিরিয়ালটি। তারপর ‘পিলু’তে খলনায়িকার চরিত্রে কামব‍্যাক করেন ইধিকা। পার্শ্বচরিত্র হিসাবে অভিনয় শুরু করলেও এখন মুখ‍্য চরিত্রকেই ছাপিয়ে যেতে বসেছেন তিনি।

জি বাংলার পিলু সিরিয়ালে রঞ্জা চরিত্রে দেখা যাচ্ছে ইধিকাকে। প্রথমে অত‍্যন্ত খল একটি চরিত্র ছিল রঞ্জা। কিন্তু এখন চরিত্রটি ইতিবাচক তো হয়েছেই, উপরন্তু জনপ্রিয়তায় মুখ‍্য চরিত্র পিলুকেও ছাপিয়ে গিয়েছে। রঞ্জা ও মল্লারের সম্পর্কের টানাপোড়েন এখন সিরিয়ালের মূল ইউএসপি।


পিলু আহিরের জুটির থেকেও রঞ্জা মল্লারের জুটির চাহিদা এবং জনপ্রিয়তা এখন বেশি। রঞ্জার সংস্পর্শে এসে কীভাবে পরিবারের বিরুদ্ধে গিয়ে ভাল হয়ে উঠবে মল্লার সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা। ইধিকা যে দুর্দান্ত অভিনেত্রী তা স্বীকার করেছেন সিনিয়র শিল্পীরাও। প্রকাশ‍্যেই প্রশংসায় ভরিয়েছেন তাঁরা রঞ্জাকে।


ইধিকার সোশ‍্যাল মিডিয়ায় জনপ্রিয়তাও কিন্তু কম নয়। ইনস্টাগ্রামে তাঁর অনুগামীর সংখ‍্যা ১ লাখেরও বেশি। ছবি, ভিডিও শেয়ার করতে থাকেন তিনি নেটমাধ‍্যমে। সম্প্রতি একটি ফটোশুটের ভিডিও শেয়ার করেছেন ইধিকা। মেরুন রঙা বেনারসী, সর্বাঙ্গে গয়না, হাতের আঙুলে, কপালে চন্দনের সাজ নিয়ে তিনি অনন‍্যা। ইধিকাকে দেখে বাস্তবিকই চোখ সরানো দায়।

https://www.instagram.com/reel/Cgjpa17AsWe/?igshid=YmMyMTA2M2Y=

রিমলিতে নায়িকার চরিত্র যে জনপ্রিয়তা দেয়নি, পিলুতে পার্শ্বচরিত্র রঞ্জা সেই কাঙ্খিত খ‍্যাতি এনে দিয়েছে ইধিকাকে। দর্শকদের একটা বড় অংশও মনে করছেন, ইধিকা নিজের অভিনয় দক্ষতাতেই মুখ‍্য চরিত্রকে ছাপিয়ে গিয়েছেন।

সম্পর্কিত খবর

X