ছৌ নাচের উচ্চারণ কিনা ‘ছাউ’! দেবের নায়িকার কীর্তিতে ছিছিক্কার, বিপাকে পড়তেই ‘নজিরবিহীন’ জবাব ইধিকার

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : তিনি টেলিপর্দার ‘রঞ্জা’, বড়পর্দার ‘কিশোরী’। দুই বাংলাতেই ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে চর্চার কেন্দ্রে রয়েছেন। এহেন ইধিকা পাল (Idhika Paul) সম্প্রতি জড়িয়েছেন বিতর্কে। পল্লী বাংলার ঐতিহ্যবাহী ‘ছৌ নাচ’কে বিকৃত উচ্চারণে ‘ছাউ’ বলে নেটপাড়ায় কটাক্ষের মুখে পড়েছেন তিনি। বাংলা ছবির অন্যতম খ্যাতনামা নায়িকার এমন বাংলা উচ্চারণ শুনে খোঁচা দিতে ছাড়ছেন না কেউই।

ইধিকার (Idhika Paul) ‘ছৌ’ উচ্চারণ নিয়ে বিতর্কের ঝড়

বিতর্কের সূত্রপাত একটি সাক্ষাৎকার থেকে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘বহুরূপ’ ছবিতে সোহম চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে ইধিকাকে (Idhika Paul)। ওই ছবির বিষয়েই একটি সাক্ষাৎকারে ছৌ নাচ শেখার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ছৌ নাচকে ‘ছাউ’ বলে উচ্চারণ করেন তিনি। আর যায় কোথায়! ইধিকার ‘বিকৃত’ উচ্চারণ নিয়ে শুরু হয়ে গিয়েছে কাটাছেঁড়া। বাংলা ছবির একজন নায়িকার বাংলা উচ্চারণের এমন ‘দুর্দশা’ হয় কী করে? প্রশ্ন তুলেছেন নেটনাগরিকদের একাংশ এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ইধিকা (Idhika Paul) স্বয়ং।

Idhika Paul opened up on chhau dance controversy

কী জবাব অভিনেত্রীর: তাঁর ‘উচ্চারণ বিকৃতি’ নিয়ে যখন নেটমহল তোলপাড় তখন অবশেষে নীরবতা ভাঙলেন ইধিকা (Idhika Paul)। তবে বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তিনি। তাঁর স্পষ্ট জবাব, নাচের ফর্মটিকে ইংরেজিতে যেভাবে উচ্চারণ করা হয় সেভাবেই বলেছিলেন তিনি। এখন কেউ যদি মনে করেন, সাক্ষাৎকারটি বাংলায় ছিল বলে পুরোটা বাংলাতেই বলতে হবে, মাঝে কিছু ইংরেজি শব্দ ব্যবহার করলে তার সমস্যা হওয়ার কথা নয়।

আরও পড়ুন : ট্রাম্পের এই একটি সিদ্ধান্তেই ঘটছে বিপদ! একাধিক দেশে বাড়ছে HIV-র সঙ্কট, আক্রান্ত হচ্ছে শিশুরাও

থামছে না বিতর্ক: ইধিকার (Idhika Paul) উত্তরে নেটিজেনদের একাংশের পালটা কটাক্ষ, বর্তমানে বাংলা না জানা বা বিকৃত উচ্চারণে বাংলা বলাটাই একরকম গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকে আগেকার দিনের বাংলা ছবির অভিনেতা অভিনেত্রীদের উচ্চারণের তুলনাও টেনেছেন। তবে এই ট্রোলকে একেবারেই পাত্তা দেননি ইধিকা (Idhika Paul)।

আরও পড়ুন : রেস্তোরাঁয় লম্বা লাইন? এবার পুজোয় বাড়িতেই বানিয়ে নিন ‘গ্রিন ফিশ’, মাত্র ১৫ মিনিটেই স্বাদ বদল

প্রসঙ্গত, ইধিকার উত্থান ছোটপর্দা দিয়ে। কয়েকটি সিরিয়াল করেই বড়পর্দায় সুযোগ পান তিনি। বাংলাদেশে শাকিব খানের বিপরীতে তাঁর ‘প্রিয়তমা’ ছবিটি বেশ সাফল্য পেয়েছে। টলিউডে ‘খাদান’ তো রীতিমতো ব্লকবাস্টার। আগামীতে ‘রঘু ডাকাত’ এবং ‘প্রজাপতি ২’তেও দেবের বিপরীতে দেখা যাবে তাঁকে।