বড় অ্যাডভান্টেজ! মোহনবাগান ফাইনালে উঠলেই মিলবে বিরাট সুবিধা, আনন্দে লাফাচ্ছে ভক্তরা

বাংলা হান্ট ডেস্ক : ভারতের সবচেয়ে বড় ফুটবল লীগ ISL এর ফাইনাল ম্যাচের আয়োজন হতে পারে এই কলকাতারই বুকে। প্রথমবার আইএসএলের উদ্বোধন হয় কলকাতার যুবভারতীতেই। সেখানেই ট্রফি জিতে আনে অ্যাতলেতিকো দে কলকাতা। এখন আর নেই সেই ক্লাব, আপাতত খেলছে দুই প্রধান দল। তবে এরপরের মরশুমে আইএসএল খেলবে মহামেডানও।

এদিকে আইএসএল ট্রফির আগে শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার দিনই মোহনবাগান (Mohun Bagan Super Giant) সমর্থকরা একদম ভিড় করে গিয়ে খেলা দেখে আসেন। একদম কানায় কানায় ভর্তি হয়ে যায় যুবভারতী ক্রীড়াঙ্গন। খেলার দশ বছর পূর্তিতে এবার আরো একবার সেখানেই খেলার আয়োজন করছে FSDL। এবার ঘরের মাঠে ফাইনাল খেলা হলে সুযোগ থাকছে মোহনবাগানের কাছে।

তবে এখনো সেমিফাইনাল বাকি। সেখানে হারলে অর্থাৎ মোহনবাগান ফাইনালে না উঠলে ম্যাচ চলে যেতে পারে মুম্বইতে। সেমিফাইনাল ম্যাচে মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী ওড়িশা এফসি। অন্যদিকে মুম্বই ম্যাচ খেলবে কেরল অথবা গোয়ার সাথে। এরপর ফাইনাল খেলা যদি মোহনবাগান এবং মুম্বইয়ের মধ্যে হয় তাহলে ফাইনাল হতে পারে কলকাতার যুবভারতীতেই। ঘরের মাঠে আরো একবার মুম্বাই সিটি এফসিকে হারানোর সুযোগ রয়েছে টিম সবুজ মেরুনের।

আরও পড়ুন : KKR বনাম RCB-র ম্যাচে X factor এই ৬ প্লেয়ার! সাবধান থাকতে হবে কোহলি, শ্রেয়সদের

এদিকে ঘরের মাঠে খেলা হলে চ্যাম্পিয়ন হওয়ার সর্বাত্মক চেষ্টা করবে মোহনবাগান। দলের কোচ হাবাস লীগ শিল্ড এবং আইএসএল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে নাম তুলবেন। উল্লেখ্য, আজ থেকে ১০ বছর আগে অ্যাতলেতিকো দে কলকাতাকে এই মাঠেই ফাইনালে তুলে ট্রফি এনে দেন কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। তাই নিজের রেকর্ড বানানোর আপ্রাণ চেষ্টা করবেন তিনি।

আরও পড়ুন : ‘আমি গর্বিত সঙ্ঘি’! র‍্যাঙ্কিংয়ে JNU কে সর্বোচ্চ স্থানে পৌঁছে দিয়ে বিষ্ফোরক বয়ান দিলেন VC

mohun bagan super giants

যদিও কলকাতায় ফাইনাল ম্যাচ হওয়া নিয়ে এখনো বেশ সংশয় রয়েছে। এজন্য মোহনবাগানকে সেমিফাইনালে জিতে ফাইনালে যেতে হবে। মোহনবাগান ফাইনালে না উঠলে যুবভারতীও ফাঁকাই থেকে যাবে। সেক্ষেত্রে ম্যাচের আয়োজন হবে মুম্বাইতে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর