২০১৫ ও ২০১৯ সালে হয়েছিল! ২০২৩-এ হলে এই ভারতীয় কিংবদন্তিকে ছুঁয়ে ফেলবেন রোহিত শর্মা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পরপর তিন ম্যাচ জিতে এই মুহূর্তে বিশ্বকাপের (2023 ODI World Cup) লিগ পর্বে খুব ভালো জায়গায় রয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় দল (Indian Cricket Team)। আগামী ম্যাচে তারা মুখোমুখি হবে বাংলাদেশের (Bangladesh Cricket Team)। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে দুর্দান্তভাবে যাত্রা শুরু করেছিল তারা। কিন্তু তারপর পরপর দুই ম্যাচে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিরুদ্ধে (India vs Bangladesh) নামার আগে তাদের ওপর চাপ বেড়েছে।

ভারত নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিছুটা চাপে পড়ে গিয়েছিল। বিরাট কোহলিকে একবার জীবন দান দিয়েছিল অস্ট্রেলিয়া। তাই চাপে পড়েও ২০০ রান তাড়া করতে অসুবিধা হয়নি তাদের। কিন্তু আফগানিস্তান ও পাকিস্তানের বিরুদ্ধে রীতিমতো দাপট দেখিয়েছে ভারতের ব্যাটিং। আর ভারতের বোলিং বহুদিন ধরেই ভালো পারফরম্যান্স করছে। সব মিলিয়ে রোহিত শর্মারা বেশ সুবিধাজনক জায়গায় রয়েছে।

team happy india

আর সাম্প্রতিক ইতিহাস দেখলে দেখা যাবে যে এই ম্যাচে সফল হওয়ার সম্ভবনা সবচেয়ে বেশি রোহিত শর্মার। অতীতে ২০১৫ ও ২০১৯ ওডিআই বিশ্বকাপে যখন বাংলাদেশ এবং ভারত একে অপরের মুখোমুখি হয়েছিল, তখন দু ক্ষেত্রেই রোহিত শর্মা জ্বলে ওঠেন এবং বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছিলেন। তার সেঞ্চুরিই তফাত গড়ে দিয়েছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে।

আরও পড়ুন: পাকিস্তান পারেনি, কিন্তু আমরা করে দেখাবো! ভারতের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার বাংলাদেশ ভক্তদের

এই মুহূর্তে রোহিত শর্মা যেরকম ছন্দে রয়েছেন তাতে বাংলাদেশের বিরুদ্ধেও যে তিনি একটা বড় ইনিংস খেলতে পারবেন না এমনটা ভাবার কোনো কারণ নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ব্যর্থ হয়েছিলেন। কিন্তু আফগানিস্তান ও পাকিস্তানের বোলারদের তিনি রীতিমতো ধ্বংস করে দিয়েছেন।

আরও পড়ুন: রোহিত বা কোহলি নন, ভারতকে এবার বিশ্ব চ্যাম্পিয়ন করবেন BCCI-এর এই ভরসার পাত্র

যদি তিনি বাংলাদেশের বিরুদ্ধে শতরান করতে পারেন তাহলে ছুঁয়ে ফেলবেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এর আগে সৌরভ ছাড়া আর কোনও ভারতীয় অধিনায়ক একটি বিশ্বকাপে একটার বেশি শতরান করতে পারেননি। ২০০৩ বিশ্বকাপে নেতৃত্ব দিতে নেমে সৌরভ গঙ্গোপাধ্যায় তিনটি শতরান করেছিলেন। রোহিতের সামনে বড় সুযোগ রয়েছে তাকে ছুঁয়ে ফেলার।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর