বাংলা হান্ট ডেস্কঃ ‘সিট কাজ না করলে, প্রয়োজনে পদক্ষেপ নেওয়া হবে’- মঙ্গলবার এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের (kolkata highcourt) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। ভোট পরবর্তী হিংসার তদন্তের ভার দুভাগে ভাগ করে দেওয়ার পর, সিবিআই নিজের কাজ শুরু করলেও, এখনও মাঠেই নামেনি সিট (SIT)। এই অভিযোগেও আরও একটি মামলা দায়ের হয় আদালতে।
বিষয়টা হল, ভোট পরবর্তী হিংসার মামলায় তদন্তের কাজ দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টর পক্ষ থেকে নিরপেক্ষ তদন্তের দাবীতে বড় মামলাগুলির ভার দেওয়া হয়েছে সিবিআই-র হাতে এবং অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলার জন্য সিট গঠন করা হয়েছে।
এই তদন্তকারী দল অর্থাৎ সিটে রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র, আইপিএস সুমনবালা সাউ এবং রণবীর সিং। কিন্তু আদালতের নির্দেশ মান্য করে ইতিমধ্যেই জেলায় জেলায় ছোটাছুটি শুরু করেছে সিবিআই। কিন্তু নির্দেশের ১০ দিন পার হয়ে গেলেও, এখনও কোন কাজই শুরু করেনি সিট।
এদিকে আবার ৬ সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে সিটের কোন কর্মকান্ড প্রকাশ্যে না আসায়, কেন ‘এখনও কাজ শুরু করেনি সিট’- এই প্রশ্ন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে মামলাকারীদের একাংশ। ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের নির্দেশ মান্য করা হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
তাঁদের এই অভিযোগের ভিত্তিতে দায়রে করা মামলার শুনানিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জানিয়েছেন, ‘সিট যে এই বিষয়ে এখনও কোন কাজ শুরু করেনি, তা আমরা জানি। প্রয়োজন হলে, এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে’।