বাংলা হান্ট ডেস্ক: দেশের (India) LPG ব্যবহারকারীদের এবার অবশ্যই সতর্ক হতে হবে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে একটি বড় আপডেট সামনে এসেছে। মূলত, LPG সিলিন্ডার বুক করতে গ্রাহকদের ই-কেওয়াইসি করতে হবে। পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রকের নির্দেশ অনুসারে, সমস্ত গ্যাস গ্রাহককে ই-কেওয়াইসি করার বিষয় সম্পর্কে অবহিত করা হচ্ছে।
ই-কেওয়াইসির জন্য শেষ তারিখও ইতিমধ্যেই নির্ধারণ করা হয়েছে। সমস্ত গ্যাস গ্রাহকদের আগামী ৩১ মের মধ্যে ই-কেওয়াইসি করতে বলা হয়েছে। এমতাবস্থায়, যাঁরা ৩১ মের মধ্যে ই-কেওয়াইসি করবেন না তাঁদের গ্যাস সংযোগ বন্ধ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে গ্রাহকরা গ্যাস সিলিন্ডার পাবেন না।
আপনি এখানে ই-কেওয়াইসি করতে পারেন: এই প্রসঙ্গে গ্যাস এজেন্সির একজন অভিজ্ঞ ব্যক্তি জানিয়েছেন যে, তাঁরা পেট্রোলিয়াম এবং গ্যাস মন্ত্রকের কাছ থেকে তাঁদের গ্রাহকদের জন্য ৩১ মের মধ্যে ই-কেওয়াইসি করার নির্দেশ পেয়েছেন। তিনি বলেন, কর্মীরা এজেন্সির অফিসে বসছেন গ্রাহকের জন্য ই-কেওয়াইসি করাতে।
আরও পড়ুন: মুকেশ আম্বানির জাদুতে মালামাল বিনিয়োগকারীরা! মাত্র ৫ দিনেই হল ৬০,০০০ কোটির মুনাফা
তিনি আরও জানিয়েছেন গ্রাহকদের তাঁদের সাথে আধার কার্ড এবং গ্যাসের কার্ড এনে ওই ই-কেওয়াইসি করাতে হবে। তিনি বলেছেন ই-কেওয়াইসির জন্য, গ্রাহকদের উদ্দেশ্যে ফোন করে এবং মাইকিংয়ের মাধ্যমে এই সংক্রান্ত তথ্য প্রদান করা হচ্ছে।
আরও পড়ুন: এবার মহাকাশে দাপট দেখাবে ভারত ও আমেরিকা! একসঙ্গে করবে এই কাজ, বড় পরিকল্পনা দুই দেশের
এগুলি মাথায় রাখতে হবে গ্রাহকদের: এর পাশাপাশি ই-কেওয়াইসির জন্য শিবিরের আয়োজনও করা হচ্ছে। যেখানে গ্রাহকরা তাঁদের ই-কেওয়াইসি করতে পারবেন। তিনি জানিয়েছেন যে ই-কেওয়াইসি করার মাধ্যমে গ্রাহকরা কোনো উদ্বেগ ছাড়াই গ্যাস সিলিন্ডার পেতে পারেন। পাশাপাশি, গ্রাহকদের নিরাপত্তা সংক্রান্ত পাঁচটি বিষয়ে মাথায় রাখা উচিত। নির্দিষ্ট সময় অন্তর শিবিরের মাধ্যমে এই সংক্রান্ত তথ্যও গ্রাহকদের দেওয়া হচ্ছে। তিনি জানিয়েছেন যে, রান্নার কাজ শেষ হলে সবসময় সিলিন্ডারের রেগুলেটরটি নিচ থেকে বন্ধ করে রাখুন এবং রেগুলেটরের পাইপটি চেক করুন। সেখানে যদি কোনো লিক থাকে তাহলে তা অবিলম্বে আপনার গ্যাস এজেন্সিকে জানান।