‘পশ্চিমবঙ্গে নারী নির্যাতন হলে তা মুখ্যমন্ত্রী চোখে দেখতে পান না’, মমতাকে তুলেধোনা শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচন (Lok Sabha Election) যতই এগিয়ে আসছে, ততই রাজ্যে তৃণমূল (Trinamool Congress) বনাম বিজেপির (Bharatiya Janata Party) লড়াই ক্রমশ জোরদার হচ্ছে। বর্তমানে রাজ্যে চলছে বিধানসভার বাদল অধিবেশন। প্রতিদিনই অধিবেশন শেষে প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ও বিরোধী দলনেতার বাকবিতণ্ডা প্রকাশ্যে আসছে। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রীকে তুলোধোনা করতে কোনও কসুর রাখলেন না শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

এদিন তিনি বলেন, ‘উনি পশ্চিমবাংলার নারী নির্যাতন দেখতে পান না। তখন ওনার চোখে ছানি পড়ে যায় বা ন্যবা হয়। উনি দূরের জিনিস ভালো দেখেন। বাজারে লংকার দাম কেজিপ্রতি ৩৫০ – ৪০০ টাকা। আদারও প্রায় একই অবস্থা। বেগুন ১০০ টাকা ছুঁয়েছে। ভাবতে খারাপ লাগে বিধান রায়, জ্যোতিবাবু যে চেয়ারে বসেছেন সেই চেয়ারে এখন উনি বসে আছেন। মূর্খ, অশিক্ষিত মুখ্যমন্ত্রী।

   

MAMATA SUVENDU 1

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘বাজারে লংকার দাম কেজিপ্রতি ৩৫০ – ৪০০ টাকা। আদারও প্রায় একই অবস্থা। বেগুন ১০০ টাকা ছুঁয়েছে। উনি পশ্চিমবাংলার নারী নির্যাতন দেখতে পান না। তখন ওনার চোখে ছানি পড়ে যায় বা ন্যবা হয়। উনি দূরের জিনিস ভালো দেখেন।’

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘চুপিসাড়ে বিধানসভার অধিবেশন ডেকে চুপিসাড়ে তা শেষ করে ফেলার পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী। কারণ পঞ্চায়েত বোর্ড গঠন করে লুঠের লাইসেন্স রিনিউ করাতে হবে। উনি ১৬ অগাস্টের মধ্যে বোর্ড গঠনের কাজ শেষ করতে বলেছেন বলে শুনেছি। ১৭ অগাস্ট হাইকোর্টে মামলা উঠবে। সেই পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য হল না ওনার।’

এদিন মুখ্যমন্ত্রীকে ‘মূর্খ, অশিক্ষিত’ বলেও আক্রমণ করেন শুভেন্দু। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠকে রাজ্যের দেনার হাল বোধানোর সময় টাকার অংক গুলিয়ে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভিডিয়ো চালিয়ে মুখ্যমন্ত্রীকে ‘মূর্খ, অশিক্ষিত’ বলেন তিনি। বলেন, ‘ভাবতে খারাপ লাগে বিধান রায়, জ্যোতিবাবু যে চেয়ারে বসেছেন সেই চেয়ারে এখন উনি বসে আছেন।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর