অবিশ্বাস্য, এবার এই প্রত্যন্ত দ্বীপে ঘর বাঁধলেই মিলবে ৭৫ লক্ষ টাকা! সুযোগ দিচ্ছে সরকার

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই সর্বত্র বৃদ্ধি পাচ্ছে ব্যস্ততা এবং কোলাহল। শুধু তাই নয়, নগরকেন্দ্রিক সভ্যতার বেড়াজালে আবদ্ধ হয়ে সবুজের সন্ধানের আশায় থাকেন প্রত্যেকেই। এমনকি অনেকেই আবার শহরের কোলাহল এবং বিশৃঙ্খলা থেকে দূরে সরে গিয়ে নির্জন জায়গায় থাকতে পছন্দ করেন। এমতাবস্থায়, আপনার কাছে যদি সুযোগ থাকে একটি প্রত্যন্ত দ্বীপে বসবাস করার এবং তার জন্য আপনাকে অর্থ প্রদানও করা হয় তাহলে বিষয়টা ঠিক কেমন হবে?

হ্যাঁ, প্রথমে বিষয়টি শুনে রীতিমতো অবিশ্বাস্য মনে হলেও বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে ঠিক এমনই একটি সুবর্ণ সুযোগের প্রসঙ্গ উপস্থাপিত করব। যেটি জানার পর কার্যত হুঁশ উড়ে যাবে সবার। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার আয়ারল্যান্ড এমন একটি সুযোগ দিচ্ছে যেখানে আপনি সেখানকার দ্বীপে থাকতে পারবেন এবং সেজন্য আপনাকে অর্থও দেওয়া হবে।

আয়ারল্যান্ডের নতুন স্কিম অনুসারে, সমুদ্র উপকূলের কিছুটা দূরে থাকা দ্বীপগুলির মধ্যে যেকোনো একটিতে স্থানান্তরিত হওয়ার ক্ষেত্রে অনুদান দেবে ওই দেশ। এমতাবস্থায়, এই প্রকল্পটি “আওয়ার লিভিং আইল্যান্ডস” নামে একটি পলিসির অংশ। যা ওই দ্বীপগুলিতে বাসিন্দাদের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে নির্ধারিত হয়েছে।

এদিকে আয়ারল্যান্ড সরকারের বিবৃতি অনুসারে, এই প্রকল্পের লক্ষ্য হল আগামী সময় যাতে ওই দ্বীপগুলিতে বসবাসের পাশাপাশি উন্নতি করা যেতে পারে তা নিশ্চিত করা। ইতিমধ্যেই আয়ারল্যান্ড সম্প্রতি দেশটির ৩০ টি দূরবর্তী উপকূলীয় দ্বীপের যেকোনো একটিতে বসতি স্থাপনকারীদের জন্য ৮৪,০০০ ইউরো বা প্রায় ৯০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭৫ লক্ষ টাকা) পর্যন্ত অনুদানের ঘোষণা করেছে।

পাশাপাশি রিপোর্ট মারফত আরও জানা গিয়েছে যে, ওই দ্বীপগুলি কোনো সেতুর মাধ্যমে সংযুক্ত নয়। এমনকি সেগুলি প্রতিদিন জোয়ারের কারণে বিচ্ছিন্ন থাকে। জানা গিয়েছে, সারা বছরে সেখানে প্রায় তিন হাজার মানুষ বসবাস করেন। এছাড়াও, যাঁরা ওই দ্বীপপুঞ্জের জরাজীর্ণ সম্পত্তিগুলির মধ্যে একটিতে স্থানান্তরিত হতে চান, যেগুলি সম্ভবত ১৯৯৩ সালের আগে তৈরি হয়েছে এবং কমপক্ষে ২ বছর ধরে খালি রয়েছে তাঁদেরকে ৮৪ হাজার ইউরো দেওয়া হবে।

If you live on a remote island of this country, you can get a lot of money

মূলত ওই অর্থের মাধ্যমে তাঁরা ওই বাড়িগুলি পুনর্নির্মাণ করতে পারবেন। উল্লেখ্য যে, আয়ারল্যান্ডে বসবাস এবং কাজ করার ক্ষেত্রে ভিসা নেই এমন ব্যক্তিরা গত ১ জুলাই থেকে শুরু হওয়া এই অফারে আদৌ অংশগ্রহণ করতে পারবেন কি না এটা এখনও স্পষ্ট নয়।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর