কবে খুইয়েছেন ভার্জিনিটি? উত্তরে যা বললেন ইলিয়ানা…

বাংলাহান্ট ডেস্ক: ইতিমধ্যেই বলিউডে নিজের পাকাপাকি জায়গা বানিয়ে ফেলেছেন ইলিয়ানা ডি ক্রুজ (ileana d’cruz)। মূলত দক্ষিণী ছবির চেনা মুখ হলেও এখন বলিউডেও তিনি একই রকম জনপ্রিয় হয়ে গিয়েছেন। বলিউডে তিনি প্রবেশ করেছেন বেশ কিছু দিন হয়ে গিয়েছে। যে কটি ছবি তিনি করেছেন সবকটিই রীতিমতো সুপারহিট।

ileana 1574692355
তবে শুধুমাত্র যে অভিনয়ের দিকেই মনোযোগ রয়েছে তাঁর এমনটা কিন্তু নয়। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন তিনি। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ইতিমধ্যেই ১২.১ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। যত দিন যাচ্ছে ততই আরও বাড়ছে সেই সংখ্যাটা। আর বাড়বে নাই বা কেন? মাঝে মাঝেই নানা ফটোশুটের ছবি, ভিডিও নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেন ইলিয়ানা।

https://www.instagram.com/p/B78ONhOghuG/?igshid=18sj92accwtpa

https://www.instagram.com/p/B7IN-5MAgQL/?igshid=g2414c2ku1ly

পাশাপাশি অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখার জন‍্য লাইভ সেশনও করেন অভিনেত্রী। আর এই সেশন করতে গিয়েই ঘটেছে বিপত্তি। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’এর একটি সেশন করছিলেন ইলিয়ানা। সেখানেই এক অত‍্যুৎসাহী অনুরাগী তাঁকে জিজ্ঞাসা করে বসেন, নিজের সতীত্ব কবে খুইয়েছেন তিনি।

https://www.instagram.com/p/B9Jk5yngzzN/?igshid=109padu5o3w3c

তবে ইলিয়ানাও এড়িয়ে যাওয়ার পাত্রী নন। তিনি পাল্টা উত্তর দেন, “নাক গলানোর এত শখ! তোমার মা জানলে কি বলতেন?” অভিনেত্রীর এমন সপাটে উত্তর দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটজনতা। তিনি যে একেবারে সঠিক কাজ করেছেন সেই বিষয়েও একমত তারা।

https://www.instagram.com/p/B_ABVUTgyq4/?igshid=140oyusokufpu

প্রসঙ্গত, বলিউডে বেশ কিছুদিন আগে পা রেখেছেন ইলিয়ানা ডি ক্রুজ। প্রায় ৪০টি ছবি ইতিমধ্যেই করে ফেলেছেন তিনি। তার মধ্যে রয়েছে বরফি, ফাটা পোস্টার নিকলা হিরো, হিরোপন্তি, রেইড এর মতো ছবি।

Ileana 333x450 1
শেষবার ইলিয়ানাকে দেখা গিয়েছিল পাগলপন্তি ছবিতে। তাঁর বিপরীতে ছিলেন অনিল কাপুর ও জন আব্রাহাম। এরপরে দ‍্য বিগ বুল ছবিতে দেখা যাবে তাঁকে। তাঁর সঙ্গে এই ছবিতে রয়েছেন অভিষেক বচ্চন, অজয় দেবগণ ও চাঙ্কি পাণ্ডে।

Niranjana Nag

সম্পর্কিত খবর