ফের অ্যাকশন! অখিলেশ যাদবের এলাকায় চলবে বুলডোজার, বড় প্রস্তুতি যোগী প্রশাসনের

বাংলাহান্ট ডেস্ক : এবার অখিলেশ যাদবের বিধানসভা কেন্দ্র কারহালে বড় পদক্ষেপ নিতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। ২৪ ঘন্টার মধ্যেই রাস্তার উপরের দোকান এবং ঝুপড়িগুলিকে বুলডোজারের দিয়ে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। শনিবারই পুলিশ ফোর্স নিয়ে শহরের বেআইনি দখলদারি গুলির বিরুদ্ধে অভিযান চালান এসডিএম আর.এন ভার্মা। অতিদ্রুত এই দখলদারি অপসারণ করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয় হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন এসডিএম।

এদিন বাহিনী নিয়ে কারহালের রাস্তায় রাস্তায় বিভিন্ন বেআইনি দখলদারি, ঝুপড়ি এবং দোকান ঘুরে দেখেন এসডিএম। দোকানদারদের তিনি জায়গায় ফাঁকা করে দেওয়ারও নির্দেশ দেন। বলা হয় সেই নির্দেশ না মানলে কঠিন পদক্ষেপ নেওয়া হবে তাঁদের বিরুদ্ধে। এসডিএম আর এন ভার্মার দাবি, এভাবে রাস্তা দখলদারির কারণে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় মানুষ থেকে শুরু করে পর্যটক সকলকেই। তৈরি হচ্ছে দুর্ঘটনার সম্ভাবনা। এছাড়াও সামনেই হোলি। সেই সময় ভিড় এবং বাকি সমস্ত বিষয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়তে পারে এই দখলদারির জন্য।’ এই দখলদারি গুলি সরানোর জন্য মাত্র ২৪ ঘন্টা সময় দিয়েছেন তিনি দোকানদারদের। অন্যথায় এর মধ্যেই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে সমস্ত কিছু।’

তিনি আরও বলেছেন, ‘২৪ ঘন্টার মধ্যেই সরিয়ে না দিলে পুলিশই উচ্ছেদ করবে সবকিছু। একই সঙ্গে দোকানদারদের জরিমানাও করা হবে। এমনকি ফেরিওয়ালাদেরও জবরদখল করতে দেওয়া হবে না। রাস্তার উপর কোনও ঠেলা গাড়ি রাখা যাবে না। তার জন্য রাস্তার পাশে জায়গা আছে।’

এই জবরদখল উচ্ছেদের জন্য নগর পঞ্চায়েতকেও অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন এসডিএম। বিধানসভায় ঐতিহাসিক জয়ের পর হোলির মুখে রাজ্যের ভাবমূর্তি নিয়ে যে খানিক কড়া হতে চায় উত্তরপ্রদেশ তেমনটাই মত পর্যবেক্ষক মহলের একাংশের।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর