আরজি কর কাণ্ডে জেলবন্দি! সেই সন্দীপের বাড়ি নিয়ে ফিরহাদের কাছে জমা পড়ল চিঠি

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ড (RG Kar Case) এবং আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। ধর্ষণ খুনের মামলায় জামিন পেলেও, বর্তমানে আর্থিক দুর্নীতি মামলায় জেলে রয়েছেন তিনি। এবার তাঁকে নিয়েই সামনে আসছে বড় খবর!

আরজি কর কাণ্ডের পর থেকেই শিরোনামে রয়েছেন সন্দীপ (Sandip Ghosh)

চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার আবহেই অভিযোগ উঠেছিল, সন্দীপের বেলেঘাটার বাড়ির কিছু অংশ অবৈধভাবে নির্মিত। পুরসভার অনুমোদন ছাড়াই ওই অংশ তৈরি করা হয়েছে বলে অভিযোগ আনা হয়। এই নিয়ে পুরসভার কাছে অভিযোগও দায়ের হয়। গত ২৬ সেপ্টেম্বর কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) তরফ থেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে নোটিশ পাঠিয়ে জানানো হয়, ৩০ সেপ্টেম্বর পুরসভার দু’জন ইঞ্জিনিয়ার ওই বাড়ি পরিদর্শন করবেন।

সেই অনুযায়ী সন্দীপের বাড়ি পরিদর্শন করা হলেও পুরসভার তরফ থেকে আর কোনও তথ্য প্রকাশ্যে আনা হয়নি। তাই ফের একবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কাছে সন্দীপের বাড়ির অবৈধ অংশ পরিদর্শনের দাবি তুললেন অভিযোগকারী।

আরও পড়ুনঃ বছর শেষেই পেনশনভোগীদের জন্য বড় খবর! সুপ্রিম নির্দেশ অনুযায়ী মিলবে বেশি টাকা?

সেই চিঠিতে বলা হয়েছে, আগেরবার সন্দীপের (Sandip Ghosh) বাড়ির বেআইনি অংশ পরিদর্শনের কোনও রিপোর্ট প্রকাশ করা হয়নি ও অবৈধ নির্মাণের বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। প্রথমবার পরিদর্শনের সময় পুরসভার ইঞ্জিনিয়াররা অনেক তথ্য সংগ্রহ করেনি। সেই কারণে ফের একবার পরিদর্শন করে তথ্য সংগ্রহ করে পুরসভা ব্যবস্থা নিক, এমন দাবি জানানো হয়েছে বলে খবর।

RG Kar Hospital former Principal Sandip Ghosh illegal house hearing

এদিকে রিপোর্ট বলছে, এই বিষয়ে কলকাতা পুরসভা তাড়াহুড়ো করতে চাইছে না। কারণ সন্দীপ আদালতে বিচারাধীন। তাই তাঁর বাড়ির অবৈধ অংশ নিয়ে যদি কোনও পদক্ষেপ নিতে হয়, তাহলে আদালতের থেকে অনুমতি নিতে হবে। তাই এই বিষয়ে পুরসভার আইন বিভাগের সঙ্গে আলোচনা করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর থেকেই শিরোনামে রয়েছেন সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। পরবর্তীতে ধর্ষণ হত্যাকাণ্ড এবং আর্থিক দুর্নীতি, দুই মামলাতেই তাঁকে গ্রেফতার করে সিবিআই। সম্প্রতি ধর্ষণ খুনের মামলায় তাঁকে জামিন দিয়েছে আদালত। তবে আর্থিক দুর্নীতি মামলায় এখনও জেলবন্দি তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর