বাংলাহান্ট ডেস্ক: বিয়ে (wedding) সেরে ফেললেন গায়িকা ইমন চক্রবর্তী (iman chakraborty)। ঘরোয়া আয়োজনে নীলাঞ্জন ঘোষকে (nilanjan ghosh) পাশে নিয়ে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সারলেন তিনি। সেই বিয়ের সব ছবি (photo) এখন ভাইরাল (viral) সোশ্যাল মিডিয়ায়।
তবে আজ শুধু রেজিস্ট্রি বিয়েই সেরেছেন ইমন নীলাঞ্জন। সঙ্গে হয়েছে মালা বদন। আইনি ভাবে দুজনে স্বামী স্ত্রী হয়ে গেলেও আগামী ২ রা ফেব্রুয়ারি তারকাখচিত বিয়ের আসর বসবে ইমন নীলাঞ্জনের। টলিউডের প্রায় সব তারকারাই উপস্থিত থাকবে সেই অনুষ্ঠানে।
এদিনের ঘরোয়া অনুষ্ঠানে কমলা রঙের শাড়ি ও গয়নায় সেজেছিলেন ইমন। পাশে সাদা পাজামা পাঞ্জাবিতে দেখা গেল নীলাঞ্জনকে। প্রাণখোলা হাসিতে ক্যামেরাবন্দি হন দুজনে। মালাবদলের দৃশ্যও ক্যামেরাবন্দি হয়। সেই সব ছবি ইমনের ফ্যানপেজ থেকেও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
https://www.instagram.com/p/CKtKhTWAs7i/?igshid=l3di5ii0gn7x
https://www.instagram.com/p/CKsyVbMh-F4/?igshid=tpo794ngjybi
সম্প্রতি ব্যাচেলর পার্টিতে মাততে দেখা যায় ইমনকে।ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সঙ্গে চুটিয়ে আনন্দ করতে দেখা যায় তাঁকে। কালো পোশাক ও মাথায় গোলাপি হেয়ার ব্যান্ড পরে এদিন পার্টি মাত করেন ইমন। হাজির ছিল পার্টির থিমের সঙ্গে ম্যাচ করে দু দুটি কেকও। ভাইরাল সেই সব ছবি।
https://www.instagram.com/p/CKsvJmDBTEr/?igshid=sps7fu4w0ox0
কিছুদিন আগেই গোলাপি সোনালি শাড়ি ও সোনার গয়নায় সেজে আইবুড়ো খেলেন ইমন। পাশে নীলাঞ্জনের পরনে ছিল কালো পাঞ্জাবি, জহর কোট ও ডেনিম। বয়োজ্যেষ্ঠরা আশীর্বাদ করলেন হবু দম্পতিকে।
https://www.instagram.com/p/CKtNc8WhdPJ/?igshid=1bcn6w0ato0jv
এদিন আইবুড়ো ভাতের থালায় ছিল ভাত, পাঁচ রকম ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, সরষে ইলিশ, কাতলা কালিয়া ও খাসির মাংস। নীলাঞ্জনের পাশে বসে জমিয়ে খেলেন গায়িকা। ছবিগুলিও নিজের ইনস্টা হ্যান্ডেলে নিজেই শেয়ার করেছেন তিনি।
পুজোর মধ্যেই সব জল্পনা কল্পনা সত্যি করে এনগেজমেন্ট সেরে ফেলেন ইমন। জাঁকজমক করে বিয়ের পরেই নীলাঞ্জনের সঙ্গে গুছিয়ে সংসার পাতবেন তিনি। একই দিনে হবে বিয়ে ও রিসেপশন। একেবারে বাঙালি সাজেই সাজবেন ইমন নীলাঞ্জন।
ইমনের পাত্র নীলাঞ্জন ঘোষ পেশায় সঙ্গীত পরিচালক। দীর্ঘদিনের পরিচয় দুজনের। কিন্তু প্রেমটা শুরু হয় গত বছর ডিসেম্বর মাসে। প্রায় এক বছর প্রেম করে সম্পর্কে শীলমোহর বসাতে চলেছেন ইমন ও নীলাঞ্জন। হবু বর সম্পর্কে ইমনের বক্তব্য, ঠিক বাবার মতোই শাসন, যত্ন, স্নেহ করেন নীলাঞ্জন।