বাংলাহান্ট ডেস্ক: একসময় প্রেমের সম্পর্কে ছিলেন দুজন। বিয়ের দিকে এগোনোর কথা থাকলেও শেষমেষ তা আর হয়ে ওঠেনি। কিন্তু একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন শোভন গঙ্গোপাধ্যায় (shovan ganguly) ও ইমন চক্রবর্তী (iman chakraborty)। এক সময়ের প্রেমিক জুটি এখন সঙ্গীত ইন্ডাস্ট্রির সতীর্থ। কর্মক্ষেত্রে চূড়ান্ত পেশাদারিত্বের পরিচয় দিয়ে প্রায়ই একে অপরের প্রশংসা করতে দেখা যায় ইমন শোভনকে।
সদ্য তারই আরেকবার প্রমাণ দিলেন গায়িকা। অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘লকডাউন’এর ‘তোমার কপালের শীতঘুমে’ গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন শোভন। গানটি গেয়েছেন ইমন। শুক্রবার গানটি লঞ্চ করে সোশ্যাল মিডিয়ায় শোভনকে ট্যাগ করে গায়িকা ধন্যবাদ জানান তাঁকে।
হোক না সে প্রাক্তন। ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনর আঁচ পেশাদারি ক্ষেত্রে পড়তে দেওয়ার পাত্রী নন ইমন। শোভনের সঙ্গে তাঁর সম্পর্কের কথা ‘ওপেন সিক্রেট’ ছিল ইন্ডাস্ট্রির। কিন্তু কোনো কারণে সম্পর্কের তাল কাটে তাঁদের। ইমন এখন সঙ্গীত পরিচালক নীলাঞ্জন ঘোষের স্ত্রী। অপরদিকে অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শোভন। কর্মসূত্রে একাধিক বার ইমনের সঙ্গে স্টেজ শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে।
করোনা আবহেই প্রথমে রেজিস্ট্রি ম্যারেজ এবং তারপর ধুমধাম করে সামাজিক বিয়ে সেরেছিলেন ইমন এবং নীলাঞ্জন। ব্যস্ত শিডিউল থেকে একটু বিরতি নিয়ে একদিনেই সেরেছিলেন বিয়ে রিসেপশন। সেসব মিটতেই ফের কাজে ঝাঁপিয়েছেন ‘নীলামন’ জুটি। তাঁদের বিয়ে বেশ কিছুদিন সংবাদ শিরোনামে ছিল।
তবে নীলাঞ্জনের সঙ্গে বিয়ের ঘোষনা করতেই প্রাক্তন শোভনকে নিয়ে ট্রোল হয়েছিলেন ইমন। বিয়ের বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন তিনি। আর তাতেই প্রাক্তন প্রেমিককে নিয়ে কটাক্ষের শিকার হন ইমন। আর তার উচিত জবাবও দিয়েছিলেন গায়িকা।