সঙ্কটের মধ্যে থাকা “কাঙাল” পাকিস্তানকে বড় ধাক্কা দিল IMF! না খেয়ে মরবে দেশের জনতা

বাংলা হান্ট ডেস্ক: এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (International Monetary Fund, IMF) প্রবল আর্থিক সঙ্কটের মধ্যে থাকা পাকিস্তানকে (Pakistan) বড় ধাক্কা দিয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, IMF চলতি অর্থবর্ষের জন্য পাকিস্তানের বৈদেশিক ঋণের প্রয়োজনীয়তা কমিয়ে ২৫ বিলিয়ন ডলার করেছে। শনিবার এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, IMF পাকিস্তান সরকারের অর্থনৈতিক পূর্বাভাস প্রত্যাখ্যান করে অর্থনৈতিক বৃদ্ধির পূর্বাভাস মাত্র ২ শতাংশে নামিয়ে এনেছে। শুধু তাই নয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধিদল গত ১৫ নভেম্বর পাকিস্তানি আধিকারিকদের সাথে দুই সপ্তাহব্যাপী আলোচনা শেষ করেছে। এরপরে একটি স্টাফ-লেভেল চুক্তির ঘোষণা হয়। যার অধীনে পূর্বে সম্মত ৩ বিলিয়ন ডলার ঋণের দ্বিতীয় ধাপ হিসেবে ৭০ কোটি ডলার জারি করা হবে বলেও জানা গিয়েছে।

   

IMF gave a very big shock to Pakistan

পাকিস্তান ইতিমধ্যে অনেক ঋণ নিয়েছে: প্রতিবেদনে বলা হয়েছে যে, চলতি বছরের জুলাইয়ের তুলনায়, IMF চলতি অর্থবর্ষের জন্য পাকিস্তানের বাহ্যিক ঋণের প্রয়োজনীয়তা ২৮.৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে কমিয়ে ২৫ বিলিয়ন মার্কিন ডলার করেছে। এদিকে, সরকার ইতিমধ্যে ৪ মাসে ৬ বিলিয়ন মার্কিন ডলার ঋণ নিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, পাকিস্তানের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী শামশাদ আখতার জানিয়েছেন, সংস্কার সত্বেও পাকিস্তানের অর্থনীতি ভঙ্গুর রয়ে গেছে।

আরও পড়ুন: ক্যুরিয়ার পাঠাতে গেলেই টান পড়বে পকেটে! লুকিয়ে পোস্ট অফিসে GST বসাল কেন্দ্র, লাফিয়ে বাড়ল খরচ

বড় ধরণের আর্থিক সংস্কার প্রয়োজন: বর্তমান পরিস্থিতি অনুযায়ী, পাকিস্তানকে তার অর্থনীতিকে শক্তিশালী করে তুলতে বড় ধরণের আর্থিক সংস্কার করতে হবে। এদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল নগদ সঙ্কটের মুখোমুখি হওয়া পাকিস্তানের অর্থনৈতিক বৃদ্ধির হার ২০২৩ সালে ২.৫ শতাংশ হতে পারে বলে অনুমান করেছে। তবে, IMF-এর এই অনুমান অন্যান্য বহুপাক্ষিক সংস্থাগুলির অনুমানের বিপরীত। কারণ, সেগুলি পাকিস্তানের বৃদ্ধির হারের অনুমানকে অনেক কম রেখেছে।

আরও পড়ুন: পাত্তা পাবেনা চীন, এবার ভারতেই তৈরি হচ্ছে এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ! লাগবে বিরাট গুরুত্বপূর্ণ কাজে

উল্লেখ্য যে, IMF-এর সর্বশেষ বৃদ্ধির পূর্বাভাস চলতি বছরের জন্য সরকারের লক্ষ্যমাত্রা ৩.৫ শতাংশের চেয়ে কম। তবে, এটি বিশ্বব্যাঙ্ক এবং ম্যানিলাতে স্থিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (এডিবি) সাম্প্রতিক অনুমানের চেয়ে অনেক বেশি। বিশ্বব্যাঙ্কের পূর্বাভাস অনুযায়ী, পাকিস্তানের বৃদ্ধির হার চলতি অর্থবর্ষে ১.৭ শতাংশ এবং আগামী বছরে ২.৪ শতাংশ হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর