অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল হলেও রোহিতের মাথায় পাকিস্তান! শামিকে কোন বাড়তি দায়িত্ব দিলেন?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) গোটা টুর্নামেন্ট অসাধারণ ক্রিকেট খেলেছে এবং এখনো পর্যন্ত অপরাজিত। সেমিফাইনাল ছাড়া বাকি ম্যাচগুলিতে তারা রীতিমতো দাপট দেখিয়ে জয় পেয়েছে। তবে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) ফাইনাল ম্যাচে নামার আগে রোহিতের (Rohit Sharma) মাথায় ঘুরছে অন্য চিন্তা।

আহমেদাবাদের পিচ কেমন আচরণ করবে সেই সম্পর্কে এখনো কোনো স্পষ্ট ধারণা করতে পারেননি বলে জানিয়েছেন রোহিত শর্মা। পাকিস্তানের বিরুদ্ধে লিগ পর্যায়ে এই ম্যাচেই মাঠে নেমেছিলেন রোহিতরা। কিন্তু পাকিস্তান ম্যাচের অভিজ্ঞতা কোন কাজেই লাগবে না এখানে এমনটা মনে করছেন রোহিত।

rohit skipper batter

কিন্তু কেন এমনটা মনে হয়েছে ভারত অধিনায়কের। এর জবাবে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে দিয়েছেন হিটম্যান। তার ধারণা পাকিস্তানের বিরুদ্ধে যে ম্যাচটি তারা খেলেছিলেন সেখানে পিচ ছিল অনেক বেশি শুকনো। ম্যাচের আগের দিন তার পিছ দেখে মনে হয়েছে এই পিছে এখনো কিছু ঘাস রয়েছে এবং শেষপর্যন্ত হয়তো উইকেটে বল পড়ে কিছুটা থমকে আসবে বলে তার ধারণা।

আরও পড়ুন: সচিনের মেয়ের সামনে সচিনের কীর্তিতে ভাগ বসালেন গিল! তবে পায়ের চোটে মাঠ ছাড়তে বাধ্য

প্রথম একাদশ অপরিবর্তিত রাখবেন কিনা এই নিয়ে ম্যাচের আগের দিন কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন রোহিত। ম্যাচের দিন সকালে উইকেট দেখে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন তিনি। একসঙ্গে চলতি টুর্নামেন্টে অসাধারণ বোলিং করতে থাকা শামিকে প্রথম দিকে খেলার সুযোগ কেন দেওয়া হয়নি সেই বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাকে।

আরও পড়ুন: শুধুমাত্র বিশ্বকাপ জয় নয়, আরও একটি বড় লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামছেন রোহিত

এই প্রশ্নের জবাবে রোহিত বলেছেন টিম কম্বিনেশনের কারণে তারা শুরুর দিকে শামিকে মাঠে নামাননি। কিন্তু তার মানে এই নয় যে শামি তাদের হিসাবের বাইরে ছিলেন। আত্মীয় দলের সবচেয়ে অভিজ্ঞ স্কিনার সব সময় ম্যাথ চলাকালীন বুমরা এবং সিরাজকে নিজের পরামর্শ দিয়ে সাহায্য করেছেন এবং দলে যখন সুযোগ পেয়েছেন তখনও তার ভূমিকাটা একই রয়ে গেছে বলে জানিয়েছেন হিটম্যান।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর