৯ মাসে ২০৪৪১ কোটি টাকার বেশি রপ্তানি! iPhone এক্সপোর্টে চীনকে ছাপিয়ে গেল ভারত

বাংলা হান্ট ডেস্ক: এবার ভারত থেকে Apple-এর পণ্য রপ্তানিতে ব্যাপক বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এই প্রসঙ্গে একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, ২০২২-২৩ অর্থবর্ষে এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে ২.৫ বিলিয়ন ডলার (প্রায় ২০,৪৪১ কোটি টাকা) মূল্যের iPhone রপ্তানি করা হয়েছে। যা পরিসংখ্যান অনুযায়ী, গত অর্থবর্ষের তুলনায় প্রায় দ্বিগুণ।

ব্লুমবার্গের একটি রিপোর্টে বলা হয়েছে, ভারতে iPhone রপ্তানির ক্ষেত্রে বৃদ্ধি এমন সময়ে ঘটেছে যখন আমেরিকা-চিন সম্পর্কের ভূ-রাজনৈতিক উত্থান এবং উত্তেজনার আবহে Apple সহ একাধিক টেক কোম্পানি চিন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ওই রিপোর্ট অনুযায়ী, Foxconn Technology Group এবং Wistron Corp ২০২৩ সালের মার্চে শেষ হওয়া অর্থবর্ষের প্রথম নয় মাসে কয়েক বিলিয়ন ডলারের বেশি মূল্যের ফোন এবং সেগুলির পণ্য বিদেশে রপ্তানি করেছে। পাশাপাশি, Apple-এর আরেকটি উৎপাদনকারী সংস্থা Pegatron Corp. জানুয়ারির শেষ নাগাদ প্রায় ৫০০ মিলিয়ন ডলার মূল্যের গ্যাজেট বিদেশে পাঠানোর লক্ষ্যে দ্রুত কাজ করছে।

ওই রিপোর্টে বলা হয়েছে, iPhone প্রস্তুতকারী Apple চিনের বাইরে তাদের কার্যক্রম ক্রমশ বাড়ানোর পথে হাঁটছে। এদিকে, সম্প্রতি চিনের ঝেংঝু (Zhengzhou) প্রদেশে অবস্থিত Foxconn-এর প্রধান কারখানায় কর্মীদের মধ্যেই বিশৃঙ্খলা দেখা দেয়। এমতাবস্থায়, এই ঘটনার জেরে কোম্পানির সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি, ওই কারণে কোম্পানিটি তাদের উৎপাদনও কমিয়ে দিয়েছে। এদিকে, উৎপাদন ব্যাহত হওয়ার কারণে Apple এই সপ্তাহে প্রিমিয়াম iPhone 14 মডেলের শিপমেন্টের ক্ষেত্রেও কিছুটা হ্রাস ঘটিয়েছে।

Apple Jinping

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Apple বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং মূল্যবান টেক কোম্পানি। ইতিমধ্যেই ওই সংস্থা ২০২২ সাল থেকে ভারতে তার সর্বশেষ iPhone মডেলগুলিকে অ্যাসেম্বল করতে শুরু করেছে। এমতাবস্থায়, সামগ্রিকভাবে রপ্তানি বৃদ্ধির ঘটনা নিঃসন্দেহে ভারতের জন্য একটি শুভ ইঙ্গিত বহন করছে। এছাড়াও, এই ঘটনা এটাও বুঝিয়ে দিচ্ছে যে, ভারত শীঘ্রই iPhone উৎপাদনের ক্ষেত্রে চিনকে ছাড়িয়ে যেতে পারে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর