লটারিতে কোটি টাকা জিতেও বিপত্তি! মর্মান্তিক কাহিনী ঘটল আরামবাগের যুবকের সঙ্গে

বাংলাহান্ট ডেস্ক : আরামবাগের এক যুবক গত বৃহস্পতিবার ৬০ টাকার একটি লটারিতে প্রথম হন। তারপর থেকেই শুরু হয় যত ঝামেলা। বাড়িতে ঢুকে আসে দুষ্কৃতীর দল ও লন্ডভন্ড করে দেয় তাঁর বাড়ি- ঘর। সামান্য একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করে সংসার চালান আরামবাগের এই যুবক স্বরূপ বাগ। বাবা সাইকেলে করে লটারি বিক্রি করেন গত কুড়ি বছর ধরে। আরামবাগের চন্দ্রকোনায় তাঁদের বাড়ি। নিজের ভাগ্যের উন্নতি করতে স্বরূপ মাঝে মাঝেই লটারির টিকিট কাটতেন।

সেই রকমই গত বৃহস্পতিবার সে তাঁর বাবার কাছ থেকে ৬০ টাকার এই লটারির টিকিটটি কাটেন, এবং ভাগ্যক্রমে ১ কোটি টাকা জিতে বিজেতা হন। তার এই জয়ের খবর প্রচার হতেই তার বাড়িতে আক্রমণ করে দুষ্কৃতীরা। নিজেদের প্রাণ রক্ষা করতে তাঁরা পুলিশের দ্বারস্থ হন। এই ঘটনাকে ঘিরে সেই অঞ্চলে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

আঞ্চলিক সূত্রে খবর স্বরূপ ও তাঁর বাবাকে রাস্তাতেও দুষ্কৃতীরা আটক করার চেষ্টা করে, এবং টিকিটটি তাঁদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা পর্যন্ত করে। কিন্তু কোনোরকমে তাঁরা পাশের গ্রামে তাঁদের এক আত্মীয়ের বাড়িতে পালিয়ে যান। মাধবী বাগ নামে তাঁদের এক আত্মীয়া তথা প্রতিবেশির কথা অনুযায়ী, বৃহস্পতিবার মাঝরাতে কয়েকজন দুষ্কৃতী তাঁদের বাড়ি আটক করে।

jpg 20221024 112630 0000

কিন্তু বাড়িতে কেউ না থাকায় তারা ফাঁকা বাড়িতেই তারা টিকিটটির খোঁজ করে। কিন্তু পরে মাধবী দেবীর চিৎকার চেঁচামেচি করতেই তারা পালিয়ে যায়। যখন টাকা পয়সা কম ছিল, প্রাণের ভয়ও ছিল না, কিন্তু এখন টাকা থাকলেও প্রাণের ভয়ে তাঁরা সকলে আতঙ্কিত।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর