বাংলাহান্ট ডেস্ক : চালকের তৎপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল একটি যাত্রীবাহী ট্রেন। এবারের মতো প্রাণে বেঁচে গেলেন কয়েকশো যাত্রী। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) তিরুনিনদ্রাভুরে। একটি নারকেল গাছের গুঁড়ি পড়েছিল রেল লাইনের উপর। ট্রেনের চালক দুর থেকেই লক্ষ্য করেন সেটি। এরপর ট্রেনের গতি কমিয়ে দেন তিনি।
রেল সূত্রে খবর, চালক যদি ঠিক সময়ে ব্রেক না কষতেন তাহলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। এরফলে ঘটতে পারত হতাহতের ঘটনা। ট্রেনের চালক লাইনের উপর গাছের গুঁড়ি দেখতে পেয়েই থামিয়ে দেন ট্রেন। এরপর সঙ্গে সঙ্গে তিনি খবর দেন রেলের আধিকারিক এবং রেলপুলিশকে ।
খবর পাওয়ার পর রেল আধিকারিক ও রেল পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। লাইনের উপর থেকে গাছের গুঁড়িটি সরিয়ে রওনা করানো হয় ট্রেনটিকে। রেল লাইনের উপর এই গাছের গুঁড়ি কোথা থেকে এলো সেই বিষয়ে শুরু হয় তদন্ত। তদন্তে উঠে আসে সেন্থিল নামে স্থানীয় ব্যক্তির নাম। পুলিশ সূত্রে খবর, বাড়ির নারকেল গাছ কেটে তার গুঁড়ি রেল লাইনের ধারে ফেলে দিয়ে যান সেন্থিল।
এরপর সেই গাছের গুঁড়ি কেউ বা কারা ইচ্ছে করে ফেলে দিয়েছে রেললাইনের উপর। কিন্তু এই কাজ কে করেছে সেই বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। বিগত কয়েক বছরে বেশ কিছু ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ। এগুলির মধ্যে অন্যতম হল গত শুক্রবার উড়িষ্যার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনা।
সেই দুর্ঘটনায় আহত হয়েছেন হাজারের কাছাকাছি মানুষ। মৃত্যু হয়েছে ২৮৮ জনের। এই দুর্ঘটনার পর থেকে স্বাভাবিকভাবেই রেল যাত্রীদের মধ্যে রয়েছে আতঙ্ক। এরই মধ্যে তামিলনাড়ুর তিরুনিনদ্রাভুরের এই ঘটনা ফের একবার প্রশ্ন তুলে দিচ্ছে রেল ও সাধারণ মানুষের প্রাথমিক দায়িত্ববোধ নিয়ে।